বার্বাডোজ থেকে দেশে ফেরা ক্রিকেটারকে স্বাগত জানাতে বৃহস্পতিবার সকালে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে করা হয়েছিল বিশেষ ব্যবস্থা। আর ঘরের ছেলেকে শুভেচ্ছা জানাতে সেখানেই পৌঁছে গিয়েছিল বিরাট কোহলির পরিবার। হারিকেন বেরিলের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকা পড়েছিলেন ক⛎োহলিরা।ফাইনালের পরে বার্বাডোজে ক্রিকেটাররা তাদের হোটেল রুমে আবদ্ধ হয়ে পড়েছিলেন।
দিল্লির এই পাঁচ তারকা হোটেলে এসেছিলেন বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি এবং তাঁর বোন ভাবনা কোহলি ধিংরা। বৃহস্পতিবার সকাল সকাল তাঁরা দিল্লির পাঁচতারা হোটেলে পৌঁছে ভাইকে নিজের শহরেই স্বাগত জানান। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র💯 মোদীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করার আগে ভারতীয় দল আইটিসি মৌর্যতে বিশ্রাম নেয়। সেখানে প্রাতঃরাশও করে।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে গাইতে মুম্বইতে জাস্টিন বিবার! কত টাকা নিলেন আম্✅ব🌺ানিদের থেকে
কোহলির বড় বোন ভাবনা কোহলি ধিংরা ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন যাতে🀅 ক্রিকেটারকে তার ভাগ্নে-ভাগ্নি, ভাইপো-ভাইঝি-সহ গোটা পরিবারের সঙ্গে পোজ দিতে দেখা যায়। ‘জয় উদযাপন করছি। দারুণ গর্বিত’, লেখেন ভাবনা। আর এই পোস্টে বিরাট কোহলির স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কমেন্ট সেকশনে দিয়েছেন একটি রেড হারღ্ট ইমোজি।
আরও পড়ুন: আরমান মালিকের পর আরেক ইউটিউবারের ২ স🦹্ত্রী, কে এই সানি রাজপুত, কেন করেন ২ বিয়ে?
ইনস্টাগ্রাম পোস্ট এবং অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া দেখুন:
বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজ🍌ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি নেওয়ার সেই ঐতিহাসিক দৃ𒅌শ্য প্রত্যক্ষ করতে পারেননি অনুষ্কা শর্মা। তিনি দুই ছেলেমেয়েকে নিয়ে ছিলেন লন্ডনে। বিরাট অবশ্য ইতিমধ্যেই রওয়ানা দিয়েছেন স্ত্রী-কন্যা-পুত্রের কাছে।
আরও পড়ুন: ‘মামে💦রু’তে রাধিকা-অনন্তকে আশীর্বাদ নীতা আম্বানির মায়ের! দে♓খুন পূর্ণিমা দালালকে
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা বিরাটের𒊎। ৩ ভাইবোনের তিন♌ি মধ্যে কনিষ্ঠতম। যদিও বিরাট তাঁর শৈশবের একটি বড় অংশ বেঙ্গালুরুতে কাটিয়েছেন।
বিরাট ও অনুষ্কা ২০১৭ সালের♏ ডিসেম্বরে বিয়ে করেছিলেন এবং ২০২১ সালের জানুয়ারিতে তাদের প্রথম সন্তান, মেয়ে ভামিকাকে স্বাগত জানিয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিরাট কোহဣলি ও আনুশকা শর্মার একটি পুত্র সন্তানের জন্ম হয়, নাম অকায় কোহলি। আপাতত নিজেকে কাজ দেখে দূরেই রেখেছেন অভিনেত্রী।
বিসিসিআই সচিব জয় শাহের পরিচালনায় এ💧য়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছয় টিম ইন্ডিয়া। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙꦫ্গে বৈঠকের পর মুম্বইয়ে পৌঁছে ভিক্টরি প্যারেডে অংশ নেয় দলটি।