অরিজিৎ সিংয়ের গানের জাদুতে মুগ্ধ গোটা দেশ। কেবল দেশ কেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর অনুরাগীরা। রোম্যানඣ্টিক গান হোক বা ড্যান্স নম্বর কিংবা স্যাড সং সবই তাঁর গলায় শুনতে পছন্দ করেন অনুরাগীরা। কিন্তু সম্প্রতি গানের পাশাপাশি ব্লগিং শুরু করলেন গায়ক। প্রকাশ্যে এল তাঁর সেই প্রথম ভিডিয়ো। যদিও এটি একটি পুরনো ভিডিয়ো, কিন্তু তাতে কী! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটা নꦐিমেষে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: সন্তু মুখোপা🦩ধ্যায়ের দুটো বিয়ে, আছে এক ছেলেও! স্কুলের গসিপ থেকে বাবার সম্পর্কে কী শোনেন স্বস্তিকা?
আরও পড়ুন: শিক্ষকদ💟ের গায়ে হাত! মমতা-TMC-কে ধিক্কার ঋ꧅দ্ধির, লিখলেন, 'আপনাদের পতনের সময় আসন্ন'
কী ঘটেছে?
এদিন অরিজিৎ সিংয়ের একটি ফ্যান পেজের তরফে অরিজিৎ সিংয়ের এই ব্লগিংয়ের ঝলক প্রকাশ্যে আনতে দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে গায়ক এবং তাঁর টিম মেম্বাররা টলমল হাতে প্রথমবার ভ্লগ বানানোর চেষ্টা করেছেন। এই ভিডিয়ো থেকেই জানা যায় যে এটি তাঁদের উত্তর আমেরিকার সফরের সময়🌠 বানানো। কারণ ভিডিয়োতে অরিজিতের সহকর্মীকে বলতে শোনা যায়, 'প্রায় ৩ বছর পর অবশেষে অরিজিৎ সিংয়ের উত্তর আমেরিকার সঙ্গীত সফর শুরু হয়েছে'। বার্মিংহামে তাঁদের একটি কনসার্ট আছে বলতেও শোনা যায়।
আরও পড়ুন: 'ও যেভাবে...' বম্বেতে 'পলিটিক্স-লবি' থ𒀰াকা সত্ত্বেও টিকে গেলেন অরিজিৎ, পারলেন না রূপরেখা, কেন༒?
এদিনের এই ভ্লগে অরিজিৎ তাঁর গ্রুপের সকল সদস্যদের সঙ্গে আলাপ করিয়ে দেন। শুধু তাই নয় গায়ককে তাঁদের সঙ্গে রীতিমত মশকরা করতেও দেখা যায়। এছাড়া বেশ কিছু প্রশ্নের উত্তরও দে⛎ন তিনি। অরিজিৎকে এদিন যখন জিজ্ঞেস করা হয় যে দর্শকরা এই শোয়ে তা🀅ঁর কী প্রত্যাশা করতে পারেন, তিনি জবাবে হেসে বলেন, 'প্রত্যাশা খুব খারাপ জিনিস। প্রত্যাশা করাই উচিত না।'
বলাই বাহুল্য অরিজিৎ সিংয়ের এই নতুন রূপ তাঁর অনুরাগীদের দারুণ মনে ধরেছে। তাঁরা জানিয়েছেন যে✤ গায়কের থেকে এমন আরও অনেক ভিডিয়োর প্রত্যাশা করেন তাঁরা।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত পাক অশান্তির আবহে 𓂃অরিজিৎ সিং তাঁর কনসার্ওট বাতিল করে দেন।
আরও পড়ুন: সন্তান আসতে বাকি মাত্র কটাদিন, তা🧸র আগে পিয়া কেন বললেন 'কেউ মা না হতে চাইলে সেটাকে উদযাপন করুন'?