অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যু রহস্যের তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যাওয়ায় অনেকটাই আশ্বস্ত বোধ করছেন�♏� অভিনেতা শেখর সুমন । তাঁর মতে ,' সিবিআই যেভাবে কোমর বেঁধে তদন্তে নেমে পড়েছে এবং ঝড়ের বেগে এগিয়ে চলেছে , তা দেখে খুব ভালো লাগছে । তদন্ত এমন ভাবেই হওয়া উচিৎ । ঈশ্বর ওঁনাদের শক্তি দিন । আশা করি এবার আমার বন্ধু , প্রয়াত অভিনেতা ন্যায় বিচার পাবে'। নিজের টুইটার অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা ।
এছাড়াও তিন꧃ি জানান যে তিনি একটি সংবাদ সূত্রে জানতে পেরেছেন ,যে পাঁচজন ডাক্তার সুশান্তের দেহের ময়না তদন্ত করেছিলেন , অদ্ভুত ভাবে তাঁরা প্রত্যেকেই ছুটিতে গিয়েছেন । তবে তিনি এও জানিয়েছেন যে তিনি এই খবরটি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত নন , ভুল হতেই পারেন । একটি সূত্রে তাঁর কানে এমন কথা এসেছে । যদিও এই তথ্য সম্পূর্ন ভুল জানিয়ে দিয়েছে বিএমসি। সুশান্তের ময়নাতদন্ত করেছেন যে পাঁচ চিকিত্সক তাঁরা প্রত্যেকেই কুপার হাসপাতালে অন-ডিউটি রয়েছেন।
শেখর সুমন প্রথম থেকে মুম্বই পুলিশের তদন্ত পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছেন । বুধবার সুপ্রিম কোর্টের রায় সামনে আসবার পর থেকে তিনি রীতিমতো উচ্ছ্বসিত । ১৪ ই জুন থেকে চলে আসা এই মামলার মোড় এবার অন্যদিকে ঘুরবে বলেই মত অভিনেতার । নিজের টুইটারে প্রথম থেকেই একাধিক পোস্টের মাধ্যমে কিভাবে বলিউড ইন্ডাস্ট্রি কিছু ক্ষমতাবান ব্যক্তিত্বের হাতে নিয়ন্ত্রিত হতে থাকে , আউট সাইডার-ইনসাইডার বিতর্ক কতটা প্রাসঙ্গিক , মুভি মাফিয়াদের দৌরাত্ম্য কতটা প্রবল তা নিয়ে মত প্রকাশ করে এসেছেন শেখর । 'বিহারি ভাই' সুশান্তের মৃত্যুর পর পাটনা গিয়ে অভিনেতার পরিবারের সঙ্গেও দেখা করে সমবেদনাও জানিয়েছিলেন শেখর সুমন । যেভাবে সারা দেশের মানুষ এমনকি বিদেশেও প্রয়াত অভিনেতার মৃত্যুতে ন্যায়বিচারের দাবি উঠেছে , তাতে আবেগাপ্লুত অভিনেতা । তিনি পোস্ট করেন -' পর্দা উত্তোলনের সময় হয়ে এসেছে । শুধু সুশান্তের মৃত্যু নয় , আরও অনেক রহস্যই উন্মোচনের সময় এসে গিয়েছে । বলিউডের অভিনয় এমনকি সঙ্গীত জগতেও বিপুল অর্থের আগমনের কি কি উৎস , তা জানার সময় হয়ে এꦬসেছে । '