সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে সেই খবর আগেই 𒆙মিলেছিল। কলকাতায় এসে দুই প্রযোজক তাঁর সঙ্গে দেখাও করে গিয়েছেন সদ্যই। প্রথমে রাজি না হলেও অবশেষে নিজের জীবনের উপর হওয়া বায়োপিকওে সম্মতি জানিয়েছেন 'দাদা।'
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা🐻 যাবে তাঁর খেলোয়াড় জীবনের নানা ওঠা পড়া, খেলার জগতে কামব্যাক সহ সমস্ত কিছুই। তবে দাদা যেই মুহুর্তে এই ছবির জন্য হ্যাঁ বলেছেন অমনি জল্পনা শুরু হয়ে গিয়েছে যে এই ছবিতে কাকে দেখা যাবে তাঁর চরিত্রে? কানাঘুষোয় শোনা যাജচ্ছিল রণবীর কাপুরকে নাকি দাদার চরিত্রে দেখা যাবে। হৃতিকের নামও মাঝে উঠে আসে চর্চায়। যদিও জানা হয়েছে এঁরা কেউই থাকবেন না সৌরভের চরিত্রে। তবে কে? তিনি একজন নামী গায়ক তথা পঞ্জাবি অভিনেতা। আন্দাজ করতে পারলেন তিনি কে? সদ্যই তিনি পিতৃহারা হয়েছেন। হ্যাঁ ঠিকই ধরলেন, আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে দাদার চরিত্রে।
এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও জানা গিয়েছে আয♛়ুষ্মান খুরানা হবেন পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আগেও একাধিক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন এবার দাদার চরিত্র পর্দায় কতটা ভালো করে ফুটিয়ে তোলেন এখন সেটাই দেখার!
একই রকম ভাবে আনুষ্🍷ঠানিক ঘোষণার আগে জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের পরিচালনা করবেন ঐশ্বর্যা রজনীকান্ত। দক্ষিণী তারকা রজনীকান্তের মেয়ে হলেন ঐশ্বর্যা। তিনি ইতিমধ্যেই একাধিক দক্ষিণী ছবি বনিয়েছেন। ইতিমধ্যেই দাদার বাড়ি থেকে তিনি ঘুরে গিয়েছেন। গত বছর এসেছিলেন তিনি সৌরভের বাড়িতে। ফলে এই ছবির পুরো দায়িত্বই এখন তাঁদের কাঁধে।
প্রসঙ্গত, এর আগে মহেন্দ্র সিং ধোনি এবং মহম্মদ আজহারউদ্দিনের জীবনের গল্পকে তুল🍸ে ধরা হয়েছে বড় পর্দায়। এবার পালা দাদার। ধোনির জনপ্রিয়তার মতোই জনপ্রিয় হয়েছিল তাঁর বায়োপিক। দাদার ব💞ায়োপিক কি এবার সেই জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারবে?