আসছে সারেগামাপা গ্র্যান্ড ফিনালে। আর তো মাত্র কটা দিনের অপেক্ষা। ২ মার্চ, রবিবার সম্প্রচারিত হবে সেই পর্ব। ইতিমধ্যেই 𓄧সেমি ফাইনাল এপিসোড সম্প্রচার হয়ে গিয়েছে। আর এবার গ্র্যান্ড ফিনালে পর্বের পালা। তাই দর্শক দরবারে এখন উত্তেজনা তুঙ্গে। তবে ফিনালের সম্প্রচারের আগে, তারই কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শোয়ের নির্মাতারা।
কী আছে সারেগামাপা-র সেই প্রোমোয়? কাকে কাকে পারফ𓄧র্ম 🌟করতে দেখা গেল সেখানে?
গ্র্যান্ড ফিনালের সেই প্রোমোয় ‘পিয়া তু’ গাইতে শোনা যাচ্ছে নদিয়ার মদনপুরের দেয়াশিনী রায়কে। নদিয়ার বগুলার ময়ূরী দরানিকে 'আজ কি রাত' গাইতে শোনা যাচ্ছে।দেয়াশিনী ও ময়ূরী যখন গাইছিলেন, তখন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল সারেগামাপা-র দুই বিচারক অন্তরা মিত্র ও ইমন চক্রবর্তীকে। অন্তরাকে এদিন একটা হলুদ শাড়িতে দেখা যায়, অন্যদিকে ইমন পরেছিলেন পার্পল রঙের সালোয়ার কামিজ। ভিডিয়োর ব্যকগ্রা♔উন্ডে ভয়েস ওভারে শোনা গেল, ‘ঐতিহাসিক সন্ধ্যায় সঙ্গীতের মহাযুদ্ধ, কে হবে চ্যাম্পিয়ন?’ আর ভিডিয়োর ক্যাপশানে লেখা হয়েছে, ‘আসছে বাংলার সবচেয়ে বড় সঙ্গীতের উৎসব সারেগামাপা গ্র্যান্ড ফিনালে। আগামী 2nd March, রবিবার ৭:৩০পিএম, শুধুমাত্র জি বাংলার পর্দায়। ভালো গান পাবে যোগ্য🅺 সম্মান!’
আরও পড়ুন-বাড়িতে আচমকাই ঢুকে পড়ে দুষ্কৃতীরা, গুলিবিদ্ধ অভিনেতা, জখম তাঁর স্🌃ত্রী ও মা
জানা যাচ্ছে, প্রতিযোগীরা ছাড়াও ফাইনালে পারফর্ম করবেন বিচারকরাও। শান্তনু মৈত্রඣ, কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলি, অন্তরা মৈত্র, ইমন, রাঘব, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জোজো-রাও শেষ দিনে গাইবেন।
প্রসঙ্গত সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের পর্বে রয়েছেন মোট ১০ জন প্রতিযোগী। ফাইনালে খুদেদের মধ্যে মুখোমুখি হবেন অতনু, ঐশী, সৃজিতা, অনীক🌜। আর বড়দের থেকে বেছে নেওয়া হয়েছে ময়ূরী, দেয়াশিনী, সত্যজিৎ, আরাত্রিকা, সাঁই ও আরিয়ান-কে। প্রথমে যদিও ঠিক ছিল ৬জন উঠে আসবে গ্র্যান্ড ফিনালেতে। বড়দের মধ্যে থেকে ৩ জন,আর ছোটদের মধ্যে থেকে ৩ জন। যদিও পরে, সেটা বিচরকরা আলোচনা করে ১০জনকে বেছে নেন।
ইতিমধ্যেই ফাইনাল রাউন্ডের সম্পূর্ণ শ্যুটিং হয়ে গ🏅িয়েছে। জানা যাচ্ছে, দুই বয়সের দুই গ্রুপ থেকে বিজেতা হয়েছেন ২ প্রতিযোগী। নগদ অর্থ, সোনার গয়না-সহ সারেগামাপা ২০২৪-এর ট্রফি পাচ্ছেন তাঁরা। এদিকে সারেগামাা-রই এক প্রাক্তন প্রতিযোগী ফিনালে এপিসোড থেকে ফিরে, এমন কাণ্ডটা করে বসেন। তিনি বিজেতার নাম ফাঁস করে দেন। যদিও বিজেতার নাম প্রকাশ না করারই সিদ্ধান্ত নিয়েছে Hindustan Times Bangl।