Updated: 23 Feb 2025, 11:41 PM IST
লেখক Ranita Goswami
#subhashreeganguly #indiavspakistan #championstrophy2025 #viratkohli ২৩ ফেব্রুয়ারি রবিবার ম্যাচ যখন চলছে তখন মালদা থেকে ট্রেনে ফিরছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম। ট্রেনে বসে মোবাইলে চোখ রেখেছিলেন ভারত-পাকিস্তান ম্যাচে। অভিনেত্রীর ইনস্টাস্টোরিতে দেখা যাচ্ছে, ম্যাচের শেষ মুহূর্তের টান টান উত্তেজনায় শুভশ্রী তখন ‘কোহলি কাম অন, কাম অন’ চিৎকার করছিলেন। এরপর বিরাট সেঞ্চুরি করতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন অভিনেত্রী। ভারত জিততেই সিটে বসে একপ্রকার নাচতে শুরু করে দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তাঁর টিম মেম্বারদের মধ্যেও। congratulations indian cricket team ক্য়াপশানে, IND VS Pak হ্যাশট্যাগে ভিডিয়োটি পোস্ট করেছেন অভিনেত্রী।