গ🔴ীতা এলএলবি ধারাবাহিকে তাঁকে ব্রজবালা দেবীর চরিত্রে দেখা যাচ্ছে। কিন্তু অসুস্থতার কারণে মা൩ঝে মধ্যেই শ্যুটিং থেকে বিরতি নিতে হয় তাঁকে। বর্তমানে পায়ে চোট পাওয়ায় ফের বন্ধ শ্যুটিং। কীভাবে সংসার, চিকিৎসা চালাচ্ছেন?
আরও পড়ুন: মালদায় চ⛦ূড়ান্ত হ্যারাসমেন্টের ꦏশিকার সৌরভ-দর্শনা! কী ঘটেছে?
আরও পড়ুন: আইনি বিয়ের পরপরই অশান্তি চরমে! ভাঙনের মুখে অনন্যা সুকান্তর সম্পর্🅰ক? কী ঘটেছে?
কী ঘটেছে বাসন্তী চট্টোপাধ্যায়ের?
জানা গিয়েছে ফিজিওথেরাপি করানোর সময় বর্ষীয়ান অভিনেত্রীর পা বেকায়দায় পড়ে যায়। আর তাতেই এখন ব্যথার চোটে হাঁটতে পারছেন না ঠিক করে। ফলে পারছেন না শ্যুটিং𒁏য়ে যেতে। আর শ্যুটিং না যাওয়া মানেই রোজগার বন্ধ। তাহলে সংসার থেকে চিকিৎসার খরচ সব চলছে কীভাবে বাসন্তী চট্টোপাধ্যায়ের? তিনি এই প্রসঙ্গে আনন্দবাজ꧟ারকে জানিয়েছেন, 'জমানো টাকা থেকে সংসার চালাচ্ছি। রোজকার খরচ থেকে চিকিৎসা সবই চলছে ওই টাকায়। রোজগার বন্ধ যেহেতু স্টুডিওয় যেতে পারছি না।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বাসন্তী চট্টোপাধ্যায়ের বয়স ৮৫। একটা সময় তিনি কাজ করেছেন উত্তম কুমার, সুচিত্রা সেনদের সঙ্গে। বর্তমানে এত বয়সে, অসুস্থতার মধ্যেও তাঁকে কাজ করতে হচ্ছে রুটিরুজির জন্য।🌞 নিজের খরচ তাঁকে নিজেকেই বহন করতে হয়। তাঁর মেয়ে সেভাবে তাঁর দেখাশোনা করতে পারেন না। তিনি বিবাহিত। মেয়ের কথা ভেবে মন খারাপ হলেও কিছু করার নেই বলেই জানান বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর কথায়, 'কিছু করার নেই। মন খারাপ হয়।' তিনি এদিন আরও জানান যে তিনি অভিনয় ছাড়া কিছুই পারেন না। তাই দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার চেষ্টা করছেন তিনি আপাতত।
তবে এই বিষয়ে এ জানিয়ে রাখা ভালো, মেয়ে দেখভাল না করলেও কর্মজগৎ, সহকর্মীদের থেকে তিনি বিস্তর সাহায্য পেয়েছেন। জানিয়েছেন গীতা এলএলবি ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী তাঁকে ৯০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন। অন্যদিকে এই ধারাবাহিকের আরেক অভিনেতা ভাস্বর🐻 চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় বাসন্তী চট্টোপাধ্যায়কে🌌 সাহায্য করার আবেদন জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেটা দেখে অভিনেতা, অভিনেত্রী সহ সাধারণ মানুষ প্রায় ২ লাখ টাকা মতো সাহায্য করেছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়কে।
ফলে একদ🐻িকে অভিনয়ের প্রথম অমোঘ টান, কাজ করার ইচ্ছে আরেক দিকে সংসার চালানোর তাগিদের জন্যই এই বয়সে এসেও অসুস্থতা নি🌼য়ে কাজ করছেন বাসন্তী চট্টোপাধ্যায়।