🌱 ২০২৪ সালের বড়দিনের সময় বড় পর্দায় মুক্তি পেয়েছিল খাদান। বক্স অফিসে রীতিমত ছক্কা হাঁকিয়ে বিপুল ব্যবসা করেছিল। গড়েছিল একাধিক রেকর্ড। ছবির প্রায় প্রতিটি গান ভাইরাল। দেখতে দেখতে সেই ছবি ১০০ দিন পার করল বক্স অফিসে। তারপর কী জানালেন দেব?
আরও পড়ুন: 🦹মালদায় চূড়ান্ত হ্যারাসমেন্টের শিকার সৌরভ-দর্শনা! কী ঘটেছে?
আরও পড়ুন: ౠআইনি বিয়ের পরপরই অশান্তি চরমে! ভাঙনের মুখে অনন্যা সুকান্তর সম্পর্ক? কী ঘটেছে?
খাদান ছবির ১০০ দিন
♍এদিন খাদান ছবিটির ১০০ দিন উদযাপন করতে মুক্তি দেওয়া হয় ছবির অন্যতম এবং শেষ গান ফিরাইয়া দাও। এছাড়া এদিন গোটা টিম মিলে উদযাপনে ভাসেন। কেক কেটে চলে হুল্লোড়। এদিনের ১০০ দিন উদযাপনের অনুষ্ঠানে ছিলেন দেব, নিসপাল সিং রানে, সুরিন্দর সিং। এছাড়া ইধিকা পাল, রথিজিৎ ভট্টাচার্য, নীলায়ন চট্টোপাধ্যায় সহ ছবির পরিচালক সুজিত দত্ত সকলেই ছিলেন।
দেব কী বললেন খাদান নিয়ে?
🎃এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব বলেন, 'আমি তো আগেও বলেছি আমার ভয় করেছে, এই ছবিতে বক্স অফিস সাফল্য নাও পেতে পারে। কিন্তু এই ছবি করলে মানুষ আমার সাহস বা চেষ্টাটা বুঝতে পারবেন, যে একটা ছেলে চেষ্টা করেছে। ফার্স্ট শো যখন দুটোর সময় হয়, তারপর দর্শক যেভাবে বেরিয়ে ভালোবাসা দেয় ছবিটাকে, আর আজ ১০০ দিন পূর্ণ হচ্ছে। তো আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, আমরা যে স্বপ্ন নিয়ে চলা শুরু করেছিলাম সেটা কোথাও গিয়ে সার্থক হয়েছে।'
🔥তিনি এদিন আরও বলেন, 'দর্শক ভালো ছবির জন্য বসেছিল, বসে আছে, বসে থাকে যে সেটা বুঝি।'
খাদান প্রসঙ্গে
👍খাদান ছবিটি ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।
আরও পড়ুন: 🎃আড়াই বছরের সঞ্চিত অর্থ দিয়ে মায়ের স্বপ্নপূরণ শুভস্মিতার! কী করলেন ‘হরগৌরী পাইস হোটেল’র ‘ঐশানী’?
দেবের আগামী কাজ
♌দেব অভিনীত ধূমকেতু ছবিটি অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে। এই বছরের গরমের ছুটিতে আসছে দেব, শুভশ্রী জুটির ছবিটি। প্রযোজনা রানা সরকারের। অন্যদিকে রঘু ডাকাত ছবিটি মুক্তি পাবে এই বছরের পুজোর সময়। এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসছে ছবিটি। নাম ভূমিকায় ধরা দেবেন দেব। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্যায়, ইধিকা পাল, প্রমুখকে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবিটির পরিচালনা করেছেন। সদ্যই শ্যুটিংয়ের ফার্স্ট শিডিউল শেষ হয়েছে। এছাড়াও দেবের হাতে প্রজাপতি ২ ছবিটির কাজও আছে। সেখানে তিনি আবারও জুটি বাঁধবেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। পরিচালনায় থাকবেন অভিজিৎ সেন।