🎀 এবার ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে পাল্টা দিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক অজিঙ্কা রাহানে স্পিন সহায়ক পিচ চাওয়ায় তা প্রত্যাখ্যান করার পর সমালোচনার মুখে পড়েন ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তবে এবার তিনি চুপ না থেকে বিসিসিআই-এর নিয়মের কথা উল্লেখ করে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। বিশেষ করে, প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুলের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি। KKR-কে নতুন হোম গ্রাউন্ড খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাইমন ডুল, এবার তাঁকেও পাল্টা আক্রমণ করেছেন সুজন মুখোপাধ্যায়।
ಞনানা রিপোর্টে জানা গিয়েছিল যে KKR ম্যানেজমেন্ট সুজনের ওপর ক্ষুব্ধ ছিল। এর কারণ ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় তাদের স্পিন সহায়ক পিচের অনুরোধে সাড়া দেননি। এর ফলে RCB-র বিরুদ্ধে ম্যাচে KKR-এর প্রধান স্পিনার বরুণ চক্রবর্তীর ৪ ওভারে ৪৩ রান খরচ করতে হয়েছিল।
আমি সর্বদা ব্যালান্সড পিচ তৈরি করার চেষ্টা করি- সুজন মুখোপাধ্যায়
꧃স্পোর্টস মিডিয়া RevSportz-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন মুখোপাধ্যায় বলেন, ‘আমি সামাজিক মাধ্যম ব্যবহার করি না। তবে যখন শুনলাম আমার সমালোচনা করা হচ্ছে, তখন কষ্ট পেয়েছি। আমি সবসময় এমন একটি পিচ তৈরি করার চেষ্টা করি, যেখানে ব্যাটসম্যান, পেসার এবং স্পিনার সকলেই সুযোগ পাবে।’
আরও পড়ুন … ☂IPL 2025: MI ম্যাচের আগে মেসিকে কপি করলেন রিঙ্কু! সতীর্থের অবস্থা দেখে হেসে ফেললেন KKR তারকা হর্ষিত
যখন আন্দ্রে রাসেল আউট হয়েছিল, তখন পিচে স্পিন ছিল- সুজন মুখোপাধ্যায়
ღতিনি আরও বলেন, ‘RCB-র বিরুদ্ধে প্রথম ম্যাচে পিচে টার্ন ছিল। KKR দলে ভালো পেসারও রয়েছে। ম্যাচটি ভালো করে দেখলে বোঝা যাবে, উইকেটে স্পিন ছিল, বিশেষ করে যখন আন্দ্রে রাসেল আউট হয়েছিল। আমি আবারও বলছি, RCB-র বিরুদ্ধে ম্যাচে স্পিন সহায়ক উইকেট ছিল, তবে সেটি কিভাবে ব্যবহার করা হবে, তা নির্ভর করে খেলোয়াড়দের ওপর।’
আরও পড়ুন … ꦺIPL 2025: হার্দিক পান্ডিয়ার বড় শাস্তি! GT-র বিরুদ্ধে হারের পরে MI ক্যাপ্টেনের জরিমানা
‘র্যাঙ্ক টার্নার বানানো KKR-এর জন্যই বিপদ হতে পারে’- সুজন মুখোপাধ্যায়
🌠সুজন মুখোপাধ্যায় আরও জানান, কেকেআর ম্যানেজমেন্ট চাইলে তিনি তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন। সুজন মুখোপাধ্যায় বলেন, ‘পিচে স্পিনারদের জন্য সাহায্য রয়েছে। কিন্তু যদি আমরা অতিরিক্ত স্পিন সহায়ক উইকেট তৈরি করি, তাহলে সেটা আমাদের নিজেদের বিরুদ্ধেও যেতে পারে। দর্শকরা মাঠে এসে ব্যাটিং, পেস এবং স্পিনের মিশ্রণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দেখতে চায়। তবে পরবর্তী ম্যাচগুলোতে স্পিনারদের জন্য আরও বেশি সহায়তা থাকবে।’
মুম্বই থেকে KKR ফিরলে আলোচনায় বসবেন সুজন মুখোপাধ্যায়
😼তিনি আরও যোগ করে বলেন, ‘KKR দল মুম্বই থেকে ফিরলে, আমরা নিশ্চয়ই বসে আলোচনা করতে পারব এবং আমি দেখব কীভাবে তাদের সাহায্য করা যায়।’
আমি সাইমন ডুলের কথার তোয়াক্কা করি না- সুজন মুখোপাধ্যায়
🎶সুজন মুখোপাধ্যায় আবারও বিসিসিআই-এর নিয়মের প্রসঙ্গ টেনে এনে স্পষ্ট জানিয়ে দেন, আইপিএলে ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের পিচ প্রস্তুতির ব্যাপারে কোনও ভূমিকা নেই। সুজন মুখোপাধ্যায় বলেন, ‘বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, আইপিএল মরশুমের সব ম্যাচের পিচ ও গ্রাউন্ড প্রস্তুতির দায়িত্ব হোস্ট অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটরের। বিসিসিআই নিযুক্ত ভেন্যু কিউরেটর এই প্রক্রিয়ায় গাইড করেন এবং তারাই ম্যাচ ও অনুশীলনের জন্য নির্ধারিত পিচ বাছাইয়ের একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী। ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের উইকেট প্রস্তুতির বিষয়ে কোনও মতামত দেওয়ার অধিকার নেই।’
🐼সাইমন ডুলের কটাক্ষের জবাবে সুজন মুখোপাধ্যায় বলেন, ‘আমি হর্ষ ভোগলে বা সাইমন ডুল কী বললেন, তা নিয়ে চিন্তিত নই। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শকরা এবং আমার অ্যাসোসিয়েশন (CAB) উইকেট সম্পর্কে কী বলে। আমি বিসিসিআই-এর কাছে দায়বদ্ধ, যাতে একটি ভালো স্পোর্টিং উইকেট তৈরি করতে পারি।’