বক্স অফিসে সিনেমার লড়াই বেশ উপভোগ করেন দর্শকরা। বিশেষ করে তা যদি বড় বড় তারকাদের নিয়ে তৈরি সিনেমা হয়ে থাকে। এবারে দিওয়ালিতে তারকা মুখেদের ভিড়ে অবশ্যই এগিয়ে ছিল রোহিত শেট্টির সিংঘম এগেইন। কারণ তাতে ছিলেন অজয় দেবগন-করিনা কাপুরের পাশাপাশি, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রণবীর সিং-টাইগার শ্রফ আর অর্জুন কাপুর। তবে দেখা গ♚েল, ব্যবসার ক্ষেত্রে আয়ের অঙ্কে ফাঁরাক সামান্যই। রোহিত শেট্টির সেই যে ক্যারিশ্মা, তা কিন্তু মিসিং।
সিংঘম এগেইন মুক্তির পর ৬ দিন𓆉ে ব্যবসা করেছে ১৬৪ কোটি টাকা। sacnilk.com-এর প্🥀রতিবেদন অনুসারে, বুধবারে এই ছবি ঘরে তুলেছে ১০.২৫ কোটি টাকা।
আরও পড়ুন: ফরসা-গোলাপি রং𝐆, মিষ্টি ফ্রেম! মেয়ের প্রথম ছবি স♎ামনে আনলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী
সিংঘম এগেইন-এর আয়ের তালিকা:
প্রথম দিন: ৪৩.৫ কোটি
দ্বিতীয় দিন: ৪২.৫ কোটি
তৃতীয় দিন: ৩৩.৭৫ কোটি
চতুর্থ দিন: ১৮ কোটি
পঞ্চম দিন: ১৪ কোটি
ষষ্ঠ দিন: ১০.২৫ কোটি।
এদিকে সামান্যই পিছনে আনিস বাজমি পরিচালিত ভুল ভুলাইয়া ৩। মোট আয়ের হিসেবে বলা ভালো, ঘাড়ে একেবারে নিঃশ্বাস ফেলছে। যদিও বুধবারে এগিয়ে গেল হরর কমেডিই। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি 🦂অভিনীত ছবিটি বক্স অফিসে যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। Sacnilk.com সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে ছবিটি ভারতের বাজারে ৬ দিনে মোট ১৪৮.৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
আরও পড়ুন: বিলাসবহুল বাড়ি কিনলেন রাহুল বৈদ্য, বর্তমানে কে বড়লোক? তিনি 💝না অভিজিৎ সাওয়ান্ত
ভুল ভুলাইয়া ৩ হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি যা ২০০৭ সালে প্রিয়দর্শন শুরু করেছিলেন। ব্লকবাস্টার ছবিত🐻ে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল। তবে ২০২২ সালে মুক্তি পাওয়া আরেকটি ব্লকবাস্টার 'ভুল ভুলাইয়া ২'-এ রুহ বাবার চরিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। আর ভুল ভুলাইয়া ৩-এ ফের এলেন কার্তিক। সঙ্গে ৭ বছর আগে মঞ্চুলিকা সাজা বিদ্যা বালনও ফিরলেন। নিন্দকদের দাবি, একার কাঁধে পুরো ছবি টেনেছেন বিদ্যা আর মাধুরীই। কার্তিকের পারফরমেন্স নাকি সেরকমও ভালো নয় এবারে!
আরও পড়ুন: ‘বড়ই ন্যাকা’! মুখে শুধু ⭕ফেসওয়াশ-ময়েশ্চারাইজার মেখেই সুন্দরী🌳, ট্রোল হলেন শ্রদ্ধা
ভুল ভুলাইয়া-র আয়ের তালিকা:
প্রথম দিন: ৩৫.৫ কোটি
দ্বিতীয় দিন: ৩৭ কোটি
তৃতীয় দিন: ৩৩.৫ কোটি