চলে গেলেন উদয় শঙ্কর পাল। দীর্ঘদিন তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। সপ্তাহ তিনেক আগে তাঁর অবস্থার বাড়াবাড়ি হয়। এদিন সন্ধ্যায় তꦇিনি অমৃতলোকে পাড়ি দেন। সন্ধ্যা ৬.১৫ নাগাদ চলে যান তিনি।
চলে গেলেন উদয় শঙ্কর পাল
এদিন রাতে অনীক দত্ত তাঁর মৃত্যুর খবর জানান সোশ্যাল মিডিয়ায়। ভূতের ভবিষ্যতের পরিচালক লেখেন, 'আমার প্রথম ছবি থেকে শুরু করে প্রায় সব ছবিতেই উনি ছཧিলেন। কেবল শেষ ছবি ছাড়া যেটা এখনও ডไাব করা হয়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ক্যানসারের সঙ্গে এই লড়াই হেরে গেলাম আমরা।'
আরও পড়ুন: তন্ময় - রথিজিৎ - ইন্দ্রদীপদের কঠিন꧟ নজর💞দারিতে চলছে গ্র্যান্ড অডিশন, কবে থেকে আসছে সা রে গা মা পা?
পরিচালক অভিজিৎ পালও নিশ্চিত করেছেন উদয় শঙ্কর পালের মৃত্যুর খবর। তিনি এদিন সাক্ষাৎকারে জানান, 'আ൲জ ৬.১৫ নাগাদ উনি চলে গেলেন। চিকিৎসা চলছিল। দীর্ঘদিনের এক꧟টা লড়াই আমরা লড়েছি। সন্দীপ রায়, অনীক দত্ত, লগ্নজিতা, দেবলীনা দত্ত, সহ অনেকেই পাশে ছিলেন। এছাড়াও বহু মানুষ আমাদের ফেসবুক থেকে পোস্ট দেখে যে যেমন পেরেছেন সাহায্য করেছেন।' তিনি আরও জানান ২০ মে রাতেই তাঁর শেষকৃত্য হবে।
উদয় শঙ্কর অবিবাহিত𓆉 ছিলেন। তাঁর শেষকৃত্যে থাকবেন তাঁর দাদা এবং ভাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল🍸 ৭৬ বছর।
ভূতের ভবিষ্যৎ ছাড়াও ফেলুদা ফেরত, অপরাজিত, শজারুর কাঁটা, ইত্যাদি ছ𓂃বিতে অভিনয় করেছেন উদয় শঙ্কর পাল। তবে তিনি সকলের মনে ভূতের ভবিষ্যতের আত্মারাম হিসেবেই থেকে গিয়েছেন।
আরও পড়ুন: 'বিজেপির কালচাღর.🅠..' প্রথম ভোট-পরীক্ষায় রেগে অগ্নিশর্মা রচনা, কেন? গোটা দিন কাটালেন কীভাবে?
কী হয়েছিল উদয় শঙ্কর পালের?
ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন উদয় শঙ্কর পাল। শেষ পর্যায়ে🅠 ছিলেন। চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না।