ভারতের প্রথম মহিলা 'সুপারস্টার' তিনি। শ্রীদেবী শুধু একজন ෴নিছক অভিনেত্রীই নন, ভারতীয় সিনেমার উত্তরাধিকারের সঙ্গে জড়িয়ে রয়েছে এই নাম। তবে ২০১৮তে 'শ্রী'দেবীর চলে যাওয়া নিছই সাধরণ চলে যাওয়া ছিল না, ঘটনাটা আশাতীতই ছিল না।
একদিন শিশুশিল্পী হিসাবে সিনেমার দুনিয়ায় পা রেখে ধীরে ধীরে 'সুপারস্টার' হয়ে উঠেছিলেন শ্রী। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল শ্রীদেবীর বায়োপিক তৈরি হবে। তবে এবার এই জল্পনায় জল ঢাললেন প্রয়াত অভিনেত্রীর স্বামী বনি কাপুর। সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনওভাবেই শ্রীদেবীর বায়োপিক তৈরিত💖ে রাজি নন।
ঠিক কী জানিয়ছেন বনি?
বনি কাপুরের কথায়, ‘আমি কখনই শ্রীকে নিয়ে বায়োপিক বানাবো না। ওর জ𝓀ীবনের গল্প নিয়ে সিনেমা বানানোর অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু করব না। এটা খুব ব্যক্তিগত। লোকেরা এমন অনেকের সাক্ষাৎকার নিচ্ছে যারা তাঁকে চিনত। শ্রীদেবীর জীবনের উপর বইও লিখছেন অনেকে। আমি এটা করতেও চাই না। শ্রীর জীবনের একটা অংশ শুধুই আমার।’
আরও পড়ুন-দ্বিতীয়বার মা হলেন শুভশ্র꧑ী, ‘রাজ’ পরিবারে সুখবর, ছেলে হল না মে💎য়ে?
আরও পড়ুন-মেয়ে আদিরাকেܫ সকলের নজরের আড়ালে রাখেন কেন? অবশেষেܫ মুখ খুললেন রানি
অর্থাৎ শ্রীদেবীর প্রযোজক স্বামীর কথাতেই স্পষ্ট, তিনি কোনওভাবেই শ্রীদেবীর বায়োপিক তৈরি হতে দেবেন না, বা এমন ভাবনায় সম্মতি জানাবেন না। প্রসঙ্গত, একসময় দক্ষিণী ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন শ্রীদেবী। ১৯৮৭ সালে শ্রীদেবী যখন 'মিস্টার ইন্ডিয়া' ছবির জন্য চুক্তি বদ্ধহন, তখন থেকেই প্রযোজক বনির সঙ্গে শ্রীদেবীর আলাপ। বিবাহিত বনি একসময় শ্রীদেবীর প্রেমে পড়ে যান। যদিও প্রথমদিন বনিকে রাখি বাঁধতেন শ্রীদেবী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রী। প্রথম দিকে রাজি না হলেও ধীরে ধীরে সেই বনির সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন শ্রীদেবী। 𒀰
ঘটনাচক্রে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন অভিনেত্রী। 𝕴আর সে সন্তান ছিল বনির। আর তাই পিছনোর উপায় ছিল না। ১৯৯৬ সালে গাঁটছড়া বাঁধেন শ্রীদেবী ও বনি। যে সন্তানই হলেন বর্তমানে জাহ্নবী কাপুর। ২০১৮ সালে দুবাই-এ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মৃত্যু শ্রীদেবী। এমন খবরে সেদিন থমকে গিয়েছিল গোটা দেশ। বাথটাব থেকে উদ্ধার হয় শ্রীদেবীর দেহ। যদিও এই মৃত্যুতে অনেকেই রহস্যের গন্ধ পান। যার উত্তর অবশ্য মেলেনি। এই মৃত্যুকে নেহাতই দুর্ঘটনা বলেই দাবি করা হয়েছিল।