অভিনেতাদের জীবনে উঁকি ঝুঁকি, হাঁড়ির খবর জানার আগ্রহ দর্শকদের বরাবরই ছিল, আছে এবং থাকবেও। বিশেষ করে তাঁদের ব্যক্তি জীবন নিয়ে অনুরাগী, দর্শক সহ কারওই মাথা ব্যথার শেষ নেই। একই সঙ্গে তাঁদের কোনও কাজে পান থেকে চুন খসলে চলে তুমুল সমালোচনা। আর সোশ্যাল মিডিয়ার যুগে তো অহরহ ট্রোলিং চলে। কিন্তু এত নেগেটিভিটির মধ্যে নিজেকে কীভাবে ভালো রা♈খেন দেবলীনা? কীভাবে হ্যান্ডেল করেন সমস্ত নেতিবাচক মন্তব্য, ট্রোলিংকে? সম্প্রতি এই বিষয়েই তিনি মুখ খুললেন।
ট্রোলিং প্রসঙ্গে দেবলীনা দত্ত
দেবলীনা দত্ত টলিউডের অন্যতম স্পষ্টবক্তা অভিনেত্রী। তাঁর যেটা অভিমত তিনি সেটা খুব স্পষ্ট ভাবেই জানিয়ে দেন। এদিনও তার অন্যথা হয়নি। এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ট্রোলিং প্রসঙ্গে মুখ খুললেন। সেౠখানে তিনি জানালেন, ꦬ'ট্রোলিং মানে নেতিবাচক কথা তাই তো? হ্যান্ডেলই করি না আমি, কারণ আমি অন্য আরেকজন মানুষ কিছু বলবে বা কোনও একটা ব্যবহার করবে বা কোনও একটা ইঙ্গিত করবে করে আমায় ডিস্টার্ব করে দেবে এই অধিকারটা দেবই না কাউকে। আমার শিল্ড আছে।'
আরও পড়ুন: 'অলস মুরগি একেবারে...' কপিলের শোতে এসে শুভমন - শ্রেয়সদের 'গুণকীর্তন' রোহিতের! বরের কথায় হেসে খুন রিতিক𝔍া
আরও পড়ুন: 'বাংলা এখনও পিছিয়ে...' মির্জা দিয়েই টলিউডের ღ'ভুল' শুধরাতে বদ্ধপরিকর অঙ্কুশ! কো♌ন বদল আনতে চাইছেন?
একই সঙ্গে তিনি এদিন বলেন, 'পৃথিবীতে এমন জিনিস বা কেউ নেই যেটা নিয়ে নেতিবাচক কথা নেই। প্রাণ দিয়ে দাও, একটা দুর্ঘটনার হাত দিয়ে একটা বাচ্চাকে বাঁচ🔴াও তখনও খারাপ মন্তব্য আসবে। নেতিবাচক কথা শুনে যদি আমি রেগে যাই, বলি কেন বলল এটা, তাহলে আমার থেকে মূর্খ এই পৃথিবীতে আর কেউ ꧂নেই।'
প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি বিবৃতি চট্টোপাধ্যায় এবং তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। সেখানেই পরিচালকের বিচ্ছিন্না স্ত্রী জানান যে ত🔯িনি বিবৃতি বলে কাউকে চেনেন না। যদিও ভটভটি ছবির সময় তিনিই তাঁকে গড়ে তুলেছিলেন। একই সঙ্গে এই সাক্ষাৎকারে তিনি অস্বীকার করেন যে তথাগত এবং বিবৃ🎐তির কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: করিনা - কৃতিদের জালিয়📖াতিতে মুগ্ধ দর্শক! উইকেন্ড আসতেই পার ৫০ কোটির গণ্ডি, শনিবার কত আয় করল ক্রু?
দেবলীনার আগামী কাজ
দেবলীনা দত্তকে সম্প্রতি জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখা গিয়েছিল একটি বিশেষ চরিত্রে। আগামীতে তাঁকে নেগেটিভ নামক একটি ছবিতে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্ꦯদ্যোপাধ্যায়ে♐র সঙ্গে। বাপ্পা সেই ছবিটির পরিচালনা করেছেন।