এক দুয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তাও সেটার বেশ কিছুদিন কেটে গিয়েছে। দেব 🅰এবং রুক্মিণী মৈত্র দুজনেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় এবার রীতিমত পার্টি চলল।
এদিন দেবের বাড়িতেই এই সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়। সেখানে দেব, রুক্মিণী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কেক কেটে উদযাপন করেন তাঁর এই জয়ের। দেব নিজের হাতে করে তাঁকে কেক খাইয়ে দেন, পরিচালকও দুই অভিনেতাকে কেক খাওয়ান। এদিন দেবকে জড়িয়ে ধরতেও দেখা যা🧔য়🌳 পরিচালককে।
অন্যদিকে কিছুদিন আগে যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা ঘোষণা করা হল তখন দেব রামকমলের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, 'এটা আমার জন্য একটা গর্বের মুহূর্ত। একজন বাঙালি, বিনোদিনীর পরি💎চালক এবং আমার বন্ধু রামকমল মুখোপাধ্যায় তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তাঁর হিন্দি ছবি এক দুয়ার জন্য। এটা জন্য একটা সেলব্রেশন তো চাই চাই। আমরা তোমার জন্য ভীষণ খুশি রামক☂মল। একজন সাংবাদিক থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা পরিচালকের সফরটা সত্যিই অনেককে অনুপ্রেরণা জোগায়।'
আরও পড়ুন: 'এই সাহসী পদক্ষেপের জন্য...🤡' বাঘা যতীনের পাশে অরিজিৎ সিং, কৃতজ্ঞতা জানিয়ে কী বললেন দেব
আরও পড়ুন: 'যাঁরা নেতিবাচক মন্তব্য করেন, তাঁদের কাছে প্রমাণ করতে চাই', ট্রোলারদের 🧸সাফ বার্তা ব্যোমকেশ দেবের
রুক্মিণীও রামকমলের সঙ্গে একটা ছবি শেয়ার করে সেদিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি লেখেন, 'জাতীয় পুরস্কার! এটা ব্যাপক! আমার বন্ধু, রাত একটা নাগাদ জেগে আমার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা ব😼লে যে, যে আমার বিহাইন্ড দ্য সিনের সমস্ত শর্ত, কাজ জানে, এবং অবশ্যই আমার পরিচালক রামকমল মুখোপাধ্যায় অনেক শুভেচ্ছা তোমার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য।'