ব্যোমকেশ রূপে বড় পর্দায় তাঁর ধরা দিতে আর মাত্র দুটো দিনের অপেক্ষা। আগামী শুক্রবার অর্থাৎ ১১ অগস্ট মুক্তি পাচ্ছে বিরসা দাশগুপ্ত প൲রিচালিত ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ব্যোমকেশের চরিত্রে প্রথমবার ধরা দেবেন দেব, রুক্মিণীকে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। অজিত হয়েছেন অম্বরীশ। তবে বাকি চরিত্রদের তুলনায় গোটা বাংলা এখন উন্মুখ হয়ে রয়েছেন ব্যোমকেশ হিসেবে তাঁকে কেমন লাগে বা কেমন অভিনয় করেছেন সেটা দেখার জন্য। যদিও এই চরিত্র করার জন্য তাঁকে কম কথা বা কটাক্ষ শুনতে হয়নি।
তবেꦿ দেব যে কেবল অভিনেতা এমনটা নয়, তিনি একজন প্রযোজকও বটে। কিছু মাস আগেই তাঁর দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ৬ বছর পূর্ণ করেছে। একাধিক সিনেমার প্রযোজনা করেছেন দেব। সুযোগ দিয়েছেন বহু নতুন ট্যালেন্টকে।
দিদি🍬 নম্বর ১ এ এসে একবার দেব বলেছিলেন তিনি বোধহয় এমন একজন অভিনেতা বা প্রযোজক যিনি সব থেকে বেশি ছবিতে নতুনদের সঙ্গে কাজ করেছেন, নতুনদের সুযোগ দিয়েছেন। কিন্তু কেন? ভয় লাগে না কখনও? এই প্রসঙ্গে এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমাকেও তো কেউ না কেউ সুযোগ দিয়েছিল একটা সময়। আমি সেই সুযোগ পেয়েছি বলেই না এই জায়গায় পৌঁছতে পেরেছি। যদি সুযোগটাই না আসত তাহলে আমি এখানে থাকতাম না। আমার প্রথম ছবি ফ্লপ করে। তারপরেও তো সুযোগ পেয়েছি।'
আরও পড়ুন: 'এই একটাই, আর ꦓব্যোমকেশ করব না', দেবের কী অভিমান হয়েছে?