꧅ দেব এদিন সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বারুইপুরে SVF সিনেমা হলে টেক্কা ছবির প্রচার এবং অ্যাডভান্স বুকিংয়ের সূচনা করতে গিয়েছিলেন। সেখানেই তিনি কথা বললেন জয়নগরে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে। দেব এদিন স্পষ্টই দোষীদের এনকাউন্টার করার বিধান দেন।
আরও পড়ুন: 💃স্ত্রী ২ - ভেড়িয়ার পর এবার অমর কৌশিকের পরিচালনায় অ্যাডভেঞ্চার ছবি! অভিনয়ে শাহরুখ?
কী ঘটেছে?
♛এদিন জয়নগরের মহিষমারির জলাভূমি থেকে এক নাবালিকার দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। চিহ্নিত করা গিয়েছে দোষীকে। সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করা হয়েছে ১৯ বছরের এক যুবককে। ৯ বছরের এই বালিকাকে ধর্ষণ এবং হত্যার মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
🍎 এরপর এদিন দেব তাঁর ছবির প্রচারে গিয়ে এই বিষয়ে কথা বলতে গিয়ে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা এনকাউন্টার তত্ত্বে যেন সুর মেলালেন। দেবের কথায়, 'আমাদের সবার সম্মিলিত ভাবে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করা উচিত। অতি কঠোর আইন আনতে হবে। এরম লোককে যদি চিহ্নিত করা যায়, ধরা পড়ে, দোষ প্রমাণিত হয় তাহলে শ্যুট অ্যাট সাইট করে দাও ভাই। একে আমাদের ট্যাক্সের পয়সায় বাঁচিয়ে রেখে লাভ নেই।'
🍸 জনপ্রতিনিধি হয়েও শ্যুট অ্যাট সাইটের বিধান! এই বিষয়ে তিনি বলেন, তিনি জানেন জনপ্রতিনিধি হয়ে তিনি এমন কথা বলতে পারেন না। কিন্তু ঘটনার নৃশংসতা দেখে বলতে বাধ্য হলেন। তাঁর কথায়, ' দেশের আইন আছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাও ভালো। কিন্তু তাও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না। দেশে এমন আইন আনতে হবে যাতে এমন মানুষদের মনে ভয় ঢোকে। এমন কাজ করার আগে যেন ১০ বার ভাবে। সরকারি টাকা খরচ করার বদলে এমন শাস্তি দিতে হবে এদের যাতে বাকিদের মনে ভয় থাকে।'
আরও পড়ুন: ౠউৎসবে 'না', এদিকে পুজো নিয়ে কনটেন্ট বানাচ্ছেন বং গাই! কিরণকে তুলোধোনা তৃণমূল ছাত্র নেত্রীর