বং গাই মানেই ভরপুর মজা। বা বিশেষ কোনও বার্তা। তিনি বাংলার অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিযไ়েটর। লক্ষ লক্ষ ফলোয়ার তাঁর। তবে কেবল কনটেন্ট বানিয়েই তিনি ক্ষান্ত থাকেন ꦫনা। নিজের মতো সামাজিক কাজকর্ম করেন। আরজি কর কাণ্ডের পর তিনি জানিয়েছিলেন তিনি উৎসবে ফিরবেন না। কিন্তু তারপরই পুজো প্রায় দোরগোড়ায় চলে আসতে তাঁকে পুজো নিয়ে কনটেন্ট বানাতে দেখা গেল। আর তারপরই তাঁকে যারপরনাই কটাক্ষের মুখে পড়তে হল।
কী করেছেন কিরণ?
বং গাই ওরফে কিরণ দত্ত এদিন একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর চ্যানেলে। সেখানে দেখা যাচ্ছে লেখা 'পাড়ার পুজোর প্লেলিস্ট।' সেখানে কখনও তাঁকে পালকিতে বউ চলে যায়, সাত সাম꧑ুন্দর পার ম্যায় তেরি, বাজল তোমার আলোর বেণু, ইত্যাদি গানে গানের মুড অনুযায়ী নাচতে দেখা যাচ্ছে। বাদ দেননি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, চিরদিনই তুমি যে আমার, আর কত রাত একা থাকব, নাগিন কুড়ি, জিন্দেগি তালাশ মে হম, নাগিন নাগিন ড্যান্স, ইত্যাদি গানে নাচতে। আর তাঁর এই🍬 পোস্ট দেখেই তাঁকে কটাক্ষ শানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী ।
কী লিখেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী সিলভিয়া ?
এদিন সিলভিয়া রিমি মুখোপাধ্যায় নামক পশ্চিমবঙ্গ তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী বং গাইয়ের এই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'উৎসবে ফিরব না বলার পর ডাডা।' অনেকেই সেই পোস্টে তাঁকে সমর্থন করে কিরণকে কটাক্💫ষ কর♔েছেন।
আরও পড়ুন: 'চৈতি ঘোষাল অভিযোগ করে', এক আকাশের নিচের সময়ও👍 অভিনেত্রীদের হেনস্থা করতেন অরিন্দম! দাবি স্বস্তিকার
আরও পড়ুন: সতীদাহের সময়েও ঢাক বাজিয়ে উৎসব হতো, দুর্♏গোৎসব নিয়ে বিতর্কিত মন্তব্য প্❀রখ্যাত চিকিৎসকের
এক ব্যক্তি লেখেন, 'একটা অসহ্যকর চরিত্র।' আরেকজন লেখেন, '২ ট🐻াকার শিল্প, ৫০ টাকার🎀 শিল্পী।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'যতসব নাটক।'