প্রায় আড়াই বছর আগেই জানা গিয়েছিল যে কলকাতার ময়দানের অতি চেনা নাম দীপেন্দু বিশ্বাসের আত্মজীবনী আসছে বড় পর্দায়। এবার জানা গেল সেই ছবির কাজ শুরু হতে চলেছে।⛦ এদিন শুভ মহরত হয়ে গেল ছবির। তাঁর এই বায়োপিকের নাম দীপু।
কী জানা গেল?
কলকাতা আর ফুটবল প্রায় সমার্থক। বাংলা আর বাঙালির ফুটবল প্রেমের কথা বিশ্বজন বিদিত। বিশেষ করে যদি সেটা ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান হয় তো সেটা চর্চার কেন্দ্র হতে বাধ্য। এই দুই ক্লাব তꦍো বটে, শহরের আরেক ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন যে খেলোয়াড় তিনি হলেন দীপেন্দু বিশ্বাস। এবার তাঁরই বায়োপিক আসছে।
তবে এই বিষয়ে বলে রাখা ভালো দীপেন্দু যে কেবলই বাংলার ফুটবলের ময়দানের তারকা সেটা নয়। তিন ভারতীয় ফুটবল জগতের এক উজ্জ্বল নক্ষত্র। দীপেন্দু বিশ্বাস বর্তমানে মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সেক্রেটারি পদে আসীন। তাঁর ফুটবল কেরিয়ারের কথা মোটামুটি ফুটবল প্রেমীদের জানা। কিন্তু সেটা ছাড়াও তাঁর জীবনের নানা অজানা কথা, গল্প, ভালোবাসা থেকে লড়াইয়ের কাহিনি নিয়ে সাজানো হয়েছে দীপুর গল্প। এদিন সেই ছবির শুভ মহরত হয়ে🀅 গেল।
আরও পড়ুন: 'ক্রাইম ছবির থেকেও ভﷺয়ঙ্কর' সানিয়ার Mrs! ট♛্রেলারের টুকরো টুকরো ক্লিপ দেখে কী বলছেন মহিলারা?
জানা গিয়েছে এই ছবিতে দীপেন্দু বিশ্বাসের কোচের ছবিতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। ছোট দীপুর চরিত্রে থাকবেন আমন মুন্সি। কিন্তু বড় দীপুর চরিত্রে কাকে দেখানো হবে, পূর্ব ঘোষণা মতোই রোহন ভট্টাচার্য থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। তবেౠ অন্যান্য চরিত্রে থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়🅘, বিশ্বনাথ বসু, সুমিত গঙ্গোপাধ্যায়, তুলিকা বসু, মৌসুমী সাহা, শান্তিলাল বন্দ্যোপাধ্যায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রমুখ। ছবিটিতে নায়িকার চরিত্রে থাকবেন গায়িকা বর্ষা সেনগুপ্ত। ছবিটির পরিচালনা করেছেন শ্রী প্রীতম। জানা গিয়েছে শীঘ্রই শুরু হবে এই ছবির শ্যুটিং।