'উত্🦂তমকুমার' নিয়ে চরম দ্বন্দ উঠে এল টলিপাড়ায়। গোল বাঁধল মহানায়কের স্বত্ত্ব নিয়ে। আসলে উত্তমকুমারকে নিয়ে টলিপাড়ায় এইমুহূর্তে মুক্তির অপেক্ষায় দু'দুটি ছবি। পরিচালক অতনু বসু তৈরি করছেন 'অচেনা উত্তম' এবং দ্বিতীয়টি বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই ছবির নাম 'অতি উত্তম'। 'অচেনা উত্তম'-এ উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সুচিত্রা সেনের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। গত বছরই এই ছবির ঘোষণা করেছিলেন অতনু। প্রকাশ্যে এনেছিলেন ছবির স্টারকাস্টের নামও। এদিকে চলতি বছরে উত্তমকুমারের জন্মদিনে সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন উত্তমওকুমারের ওপর তাঁর পরবর্তী ছবি ‘অতি উত্তম’-এর পোস্টার।
জানা গেছে, এরপরই 'অচেনা উত্তম' এর প্রযোজনা সংস্থা অলকানন্দা আর্টসের তরফ থেকে আইনি নোটিস পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং সৃজিতের ছবির প্রযোজক সংস্থা ক্যামেলিয়া প্রোডাকশন। আইনি নোটিশ পাঠানোর পিছনে যুক্তি হিসেবে অলকানন্দা আর্টসের তরফে বলা হয়েছে তাদের সঙ্গে উত্তম-পুত্র গৌরব চট্টোপাধ্যায়ের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে স্পষ্💦ট বলা হয়েছিল মহানায়কের নাম ও ছবি অন্য সিনেমার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অথচ সৃজিতের ছবির পোস্টের জুড়ে শুধু উত্তমের ছবিই নেই, সঙ্গে শিরোনামেও রয়েছে মহানায়কের নাম।
তার ওপর সৃজিতের এই ছবিতে অভিনয় করছেন উত্তম কুমারের নাতღি গৌরব চট্টোপাধ্যায়ও। কারণ ওই চুক্তিপত্রে নাকি এও লেখা ছিল মহানায়কের পরিবারের কোনও সদস্য ꧅তাঁদের আসল পরিচয় নিয়ে কোনও ছবিতে অভিনয় করতে পারবেন না। করতে চাইলে অলকানন্দা আর্টসের তরফ থেকে অনুমতি নিতে হবে। গোটা চুক্তিপত্রটি যে মোটা টাকার বিনিময়ে স্বাক্ষরিত হয়েছিল সেকথাও ফলাও করে এই প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছে।
অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়൩েছেন যে গোটা ব্যাপারটির সমাধান করতে পারবেন একমাত্র গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর আইনজীবী। আর ওঁদের তরফে খুব তাড়াতাড়ি সেই আইনি নোটিশের জবাব দেওয়া হবে।