আর জি করের নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে পথে নেমেছিলেন সৌরভ কন্যা স𝐆ানা। দুদিন আগে মা, ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জরির স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে জলে ভিজে মিছিলে পা মেলাতে দেখা যায় সানা গঙ্গোপাধ্যায়কে। পরে সৌরভের সঙ্গে স্কুলের সামনে মোমবাতি জ্বালিয়ে দোষীদের শাস্তির দাবি জানান সানা।
আর জি করের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ বাঙালির একটা বড় অংশ। দু-দিন আগ💛ে প্রতিবাদ মিছিল সেরে সংবাদ মাধ্যমের সঙ🔯্গে কথা বলেন সৌরভের লন্ডননিবাসী মেয়ে। এ দেশের মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে যায় সানাকে। লন্ডনের নামী কোম্পানিতে চাকরিরতা সানার কাছে জানতে চাওয়া হয়েছিল শহর কলকাতা তিনি কী নিরাপত্তাহীনতায় ভোগেন? স্টারকিড সানা সরাসরি বলে দেন- ‘আমি তো এখানে থাকি না, তবে এটা আমার হোম সিটি, তাই অবিলম্বে এগুলো বন্ধ হওয়া দরকার।
সানার এই বক্তব্য নিয়ে বাঁকা কথা বলতে ছাড়ছেন না নিন্দকরা। সৌরভের পর সানার সমালোচনায় সরব হলেন শ্রীলেখা। ফেসবুকে এই সংক্রান্ত একটি ভাইরাল পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে নেন শ্রীলেখা। সেখানে লেখা রয়েছে, ‘কী অসম্ভব ক্লান্তিকর এক বিচার পদ্ধতি! কী অসম্ভব দীর্ঘ ক্লান্ত দিন কাটছে! কী চূড়ান্ত বিরক্তিকর এক সময়! গিটার বাজাচ্ছে নায়িকা! গান চলছে, ‘আমার এই দেহ খানি তুলে ধরো …’ সৌরভ গাঙ্গুলির মেয়ে সদ্য ইংল্যান্ড থღেকে নেমে ঝরঝরে ইংলিশে জানাচ্ছে, আমি কলকাতায় থাকি না। তবে এখানকার মেয়েদের নিরাপত্তা দরকার। কী যান্ত্রিক কথা! কী যান্ত্রিক গলার স্বর। কোন আবেগ নেই, কোন দুঃখ নেই। শুধু কোন রকম মিছিল শেষ করেই ফিরতে হবে।’
যদিও শাসক দলের তারকা বিধায়ক সায়ন্তিকার গিটার বাজানো নিয়ে খিল্লি করা হয় ওই পোস্টে। শুধুু তাই নয়, প্রতিবাদের বদলে রিল বানানোতেই মন যেসকল নেটিজেনদের তাদেরও এক হাত নেওয়া হয়েছে ওই পোস্টে। সুপ্💦রিম কোর্টে রাজ্যের কৌঁসুলি হিসাবে কপিল সিব্বলের নিয়োগ নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। সেখানে লেখা রয়েছে, ‘কপিল সিব্বলের গোটা টিমকে হায়ার করেছে রাজ্য। অভিজ্ঞ, বাঘা বাঘা, দুদে সব উকিলরা একত্রিত হয়েছেন যাতে একটি রাজ্♏যে ৩৬ ঘন্টা একটানা ডিউটি করা ক্লান্ত,ঘুমন্ত নিজের কর্ম ক্ষেত্রে একটি মেয়ের খুন হয়ে যাওয়ার দায় কোন ভাবেই সেই রাজ্যের সুপ্রিমের ঘাড়ে না পড়ে!’
আর জি কর ইস্যুতে সৌরভের মন্তব্যের কঠোর সমালোচনা করে💟 আগেই মহারাজকে একহাত নিয়েছিলেন শ্রীলেখা, বাদ থাকলেন না তাঁর কন্যেও।