গান্দি বাত সিরিজে ভরে ভরে রয়েছে কিশোরীদের আপত্তিকর দৃশ্য! আর তার জেরেই একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের নামে পকসো ধারায় (POCSO act) মামলা করা হয়েছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন ♌প্রযোজ💯ক।
আরও পড়ুন: সিং꧂ঘম এগেন﷽ে থাকবে চুলবুল পান্ডের ক্যামিও! মৃত্যু ভয় উপেক্ষা করে সিকান্দরের শ্যুট শুরু সলমনের
আরও পড়ুন: 'আর কত নিচে নামবেন?' যোনিপথ 'টাইট' করার ওষুধের বিজ্ঞাপনে নিয়া শর্মা! ভিডিয়ো দেখেই তুলোধোনা নেটপ🏅াড়ার
কী জানিয়েছেন একতা কাপুর?
মুম্বই পুলিশের তরফে একতা কাপুর, তাঁর মা শোভা কাপুর, এএলটি বালাজি ফার্মের 🔯নামে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর সিরিজ গান্দি বাতের একটি পর্বে কিশোরীদের আপত্তিকর দৃশ্য রাখায়। এরপর একতা কাপুরের হয়ে এএলটি বালাজি টেলিফিল্ম লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, 'বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টের রেফারেন্সে জানানো হচ্ছে গান্দি বাত নামক সিরিজটি সম্পূর্ণ ভাবে পকসো আইন মেনেই বানানো হয়েছে। কিশোরীদের বিষয়ে যে কথা বলা হচ্ছে সেটাও সম্পূর্ণ ভুল।' এদিন একই সঙ্গে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ🗹ে একতা কাপুর বা তাঁর মা কোম্পানির দৈনন্দিন কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকেন না। সেটা আলাদা আলাদা টিম ম্যানেজ করে থাকে। তবে কোম🧜্পানির তরফে বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখা হচ্ছে বলেও তাবটা এদিন জানান। তবে এই বিচারাধীন বিষয়ে এর থেকে বেশি কোনও মন্তব্য তাঁরা করতে চাননি।
গত ২০ অক্টোবর এই কেস রুজু করা হয়েছে। এরপর ২২ অক্টো𝐆বর নাকি মা এবং মেয়েকে ডেকে পাঠানো হয়েছিল মুম্বই পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য। আগামী ২৪ তারিখ তাঁদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা গিয়েছে।