ব্যক্তিগত সমস্যা꧃র সঙ্গে লড়াই করছেন ভারতীয় টেলিܫভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। পর্দার অনুপমার বাস্তবের সৎ মেয়ে এশা ভার্মা তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে রুপালির বিরুদ্ধে মানসিক অত্যাচার-সহ অজস্র অভিযোগ আনেন এশা। এরপরই নড়েচড়ে বসেন অভিনেত্রী। সৎ কন্যের বিরুদ্ধে মানহানির মামলা করে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি। সৎ মায়ের তরফ থেকে এমন পদক্ষেপ আসার পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করে ফেললেন এশা।
রূপালি গঙ্গোপাধ্যায় তরফ থেকে যে নোটিশ পাঠানো হয়েছে সেটি আইনজীবী সানা রইস খান স্বাক্ষরিত। নোটিশে বলা হয়েছে, এশার কথাবার্তায় মানসিকভাবে আঘাত পেয়েছেন রূপালি, যার ফলে চিকিৎসার প্রয়োজন♔ হয়েছে তাঁর। শুধু তাই নয়, এশার অভিযোগের ফলে কাজের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। তাঁর চরিত্র কালিমালিপ্ত হয়েছে।
(আরও পড়ুন: জরায়ুমুখ ক্যানসার থেকে ফ্যাটি লিভার𝔍! শারীরিক সমস্যা কাটিয়🐓ে ভোলবদল হৃতিকের দিদির, হেলথ টিপস দিলেন সুনয়না)
রূপালি গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে নোটিশ পাওয়ার পরেই এশা তাঁর পোস্ট করা ভিডিয়ো মুছে ফেলেছেন সোশ্যাল মিডিয়া থেকে, যেখানে তিনি তাঁর বাবা এবং মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে অভিন𒈔েত্রীকে দায়ী করেছিলেন। এশার বাবা অর্থাৎ অশ্বিন ভার্মা বর্তমানে রূপালি গঙ্গোপাধ্যায়ের স্বামী। প্রথম বিয়ে থেকে অশ্বিনের দুই মেয়ে রয়েছে।
১৯৯৭ সালে স্বপ্না এবং অশ্বিনের বিয়ে হয় এবং ২০০৮ সালে তাঁরা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। ২০১৩ সালে, ডিভোর্সের প্রায় ৫ বছর পর বাঙালি অভিনেত্রীকে বিয়ে করেন অশ্বিন। ২৬ বছর বয়সী এশা আমেরিক🥀ার নিউ জার্সিতে থাকেন। বাবা মায়ের বিচ্ছেদের জন্য এশা সম্পূর্ণ দ✨ায়ী করেন রূপালি গঙ্গোপাধ্যায়কে।
ভিডিয়োয় তিনি বলেছিলেন, আমি এখন ২৬ বছর বয়সী একজন মেয়ে হতে পারি কিন্তু আমার মনে এমন তিক্ত কিছু স্মৃতি তৈরি হয়েছে যা আমার ভবিষ্যৎ এবং বর্তমানকে প্রভাবিত করছে। এইসব কিছুর মধ্যে আমাকে আমার বুলিদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। শুধু আমিই আহত ছিলাম না, আমার মাও ছিলেন। তাঁরা আমাকে স্বীকার করেননি। তাঁরা আমাকে ত্যাগ করেছেন, আমাকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়েছেন। আমার কাছে কখনওই তাঁরা প্রকাশ্যে ব🐠া ব্যক্তিগতভাবে ক্ষমা চাননি। আমার নিজে📖র বাবার প্রতিক্রিয়া সব থেকে বেশি আঘাত করেছিল আমাকে। যে কঠোর মন্তব্যের সম্মুখীন হয়েছিলাম আমি, তা থেকে তিনি আমাকে রক্ষা করেননি।
(আরও পড়ুন: ‘হ্যাঁ রে, প্রচু🐽র জ্বর…’,অসুস্থতা নিয়েই সারেগামাপায় খুদে অতনুর কামাল! টোটকা ইমন ম্যামের ভালোবাসা?)
এই ভিডিয়োর পরিপ্রেক্ষিতে সোমবার রূপালির আইনজীবী সানা রইস খান হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এশার বিরুদ্ধে একটি মানহানির নোটিশ জারি করা হয়েছে কারণ এশার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এই অভিয🦩োগের ফলে রুপালীর ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে ব্যাপকভাবে প্রভাব পড়েছে।’ নোটিশ পাওয়ার পরেই ভিডিয়ো ডিলিট করে ইনস্টাগ্রাম ব্যক্তিগত করার সিদ্ধান্ত নিলেন রুপালীর সৎ কন্যা।