ꩵ পর্দায় খালি হাতে বাঘ মারবেন দেব! তার নেপথ্যের কারিগর অরুণ রায়। টলিপাড়ার অন্যতম প্রতিভাবান পরিচালক এবার পুজোয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবন সংগ্রাম পর্দায় তুলে ধরবেন। সেই লড়াইয়ের পথে ‘ছোট্ট বাধা’! টলিপাড়ায় খবর ক্যানসার আক্রান্ত পরিচালক। গলায় ক্যানসার হয়েছে তাঁর। এই খবরের সত্যতা যাচাই করতে হিন্দুস্তান টাইমস বাংলা যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। খবরে সিলমোহর দেন ‘হীরালাল’ পরিচালক। তবে ক্যানসারকে হারাতে বদ্ধপরিকর তিনি।
꧑ফোনের ওপার থেকে অরুণ রায় জানালেন, ‘আরে কিছুই নয়। অসুস্থ ভাবলেই অসুস্থ, ক্যানসার আজকাল বিরাট কোনও রোগ নয়। অন্তত আমার কাছে নয়, প্রচুর লোকের হচ্ছে, আমারও হচ্ছে। এটা নিয়ে আমি কিছু ভাবছি না, আমার চিকিৎসকরা ভাবছেন, আমি কেন ভাবতে যাব বলুন তো?’ ইতিবাচক মানুষ তিনি, কোনওরকম নেগেটিভিটিকে কাছে ঘেঁষতে দিচ্ছেন না। জানালেন টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা শুরু হয়েছে তাঁর। আগামী সপ্তাহ থেকে কেমো থেরাপি শুরু হবে। কাল-পরশুর মধ্যে কেথোর তারিখ হাতে পাবেন তিনি। সব-মিলিয়ে মোট ১৬টি কেমো থেরাপি নিতে হবে।
🌄অরুণ রায়ের অসুস্থতার খবর ইতিমধ্যেই কানে পৌঁছেছে দেবের। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রযোজক-অভিনেতা দেব। তবে এইসব নিয়ে আপতত মাথা ঘামাতেই না-রাজ পরিচালক। তাঁর ধ্যান-জ্ঞান এখন শুধুই ‘বাঘাযতীন’। হিন্দুস্তান টাইমস বাংলাকে অরুণ রায় জানালেন, ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ। আত্মবিশ্বাসের সুর তাঁর কন্ঠে। বললেন- 'চিকিৎসকরা আমরা অসুস্থতার কথা ভাবছে আর আর আমি আমারটা (বাঘাযতীন) নিয়ে ভাবছি। ভালোর শেষ নেই। তবে এইটুকু বলব যে টাকায় আমরা সিনেমাটা বানিয়েছি তার পুরো ক্রেডিট প্রযোজক দেবের। সব দাবি মেনে নিয়েছে ও। দেশের অন্যতম সেরা ভিএফএক্স কোম্পানির থেকে ছবির বেশ কিছু দৃশ্যের কাজ করানো হয়েছে'। আপতত পুজোর অপেক্ষায় অরুণ রায়।
ဣ২০১১ সালে ‘এগারো’ ছবির সঙ্গে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ পরিচালক অরুণ রায়ের। এরপর‘হীরালাল’, ‘৮/১২’ মতো ছবি উপহার দিয়েছেন। আবার ‘চোলাই’-এর মতো ছবিতে সাম্প্রতিককালের জ্বলন্ত সমস্যা তুলে ধরেছেন অরুণ রায়। দ্রুত সেরে উঠুন পরিচালক, শুভকামনা টিম হিন্দুস্তান টাইমস বাংলার।