কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটা পর একটা ছবি করে চলেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। আগামী ২০ তারিখ মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি কাবেরী অন্তর্ধান। তার আগেই হিন্দ⭕ুস্থান টাইমস বাংলার সঙ্গে নানা বিষয়ে আড্ডা দিলেন অভিনেত্রী।
কাবেরী অন্তর্ধান ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের চরিত্রটি কেমন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ' সম্ভ্রান্ত পরিবারের মহিলা। একজন নিখোঁজ হয়েছে, একজন ൩খুন। তিনি অনেক কিছুই জানেন, কিন্তু সব বলে উঠতে পারছেন না। একাধিক প্রশ্ন তাঁর সামনে। কিন্তু উত্তর পাওয়া সহজ নয়। ক্রমেই যেন তাঁর চরিত্র রহস্যাবৃত হতে থাকে। কিন্তু কেন তিনি রহস্যময়ী হয়ে ওঠেন সেটা গল্প এগোনোর সঙ্গে সঙ্গে বোঝা যাবে।
এখন তো তিনি পর পর কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি করছেন। কিন্তু তাঁদের অর্থাৎ, তিনি, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং উজান গঙ্গোপাধ্যায়কে আবার কোন এক ছবিতে দেখা যাবে? এই বিষয়ে তিনি জানান, 'এখনও পর্যন্ত তেমন কোনও পরিকল্পনা নেই এক ছবি🍰তে কাজ করার। তবে যেহেতু একই ইন্ডাস্ট্রিতে আছি সেহেতু ভবিষ্যতে কখনও না কখনও সুযোগ এসেই যাবে। তবে জলদিই কৌশিকের আরেকটা ছবিতে আমাকে দেখা যাবে। অর্ধাঙ্গিনী মুক্তি পাচ্ছে শীঘ্রই।'
যাঁর সঙ্গে এত বছর সংসার করছেন তাঁর সঙ্গে প্রথমবার শুভ বিজয়া ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয়ের অভিজ্ঞতা কেমন? এই বিষয়ে অভিনেত্রী একটু হেসে বলেন, 'এটা একটা মজার ব্যাপার। এত বছরে এই প্রথমবার আমরা অনস্ক্রিন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করলাম। অফারটা পেয়ে বেশ ভালো লেগেছিল। একে অন্যের সঙ্গে অনস্ক্ಞরিনেও স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে পেরেছিলাম। একসঙ্গে শ্যুটিংয়ে যেতাম। আর যেহেতু এই ছবিতে আমাদের চরিত্রটা একটু বয়স্ক🎐 ছিল, তাই আমরা আলোচনা করতাম বয়স হলে কী করব, কী হবে, কেমন হবে।'

কাবেরী অন্তর্ধানের দৃশ্য
কিন্তু এখন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে পেলেও ꦿপরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়কে কবে পাওয়া যাবে? এই বিষয়ে একটু সময় নিয়ে তিনি বলেন, 'আসলে পরিচালনা থেকে দূরে আছি কারণ বহুদিন কিছু লেখা হয়নি। নানা পারিবারিক সমস্যার কারণে লেখা হয়নি। মা চলে গেলেন, বাবা অসুস্থ ছিলেন। উজান অক্সফোর্ডে গেল, ওর সঙ্গে যাওয়া। তারপর তো করোনা এল। সবটা নিয়েই ব্যস্ত ছিলাম। তাই নতুন লেখা হয়ে ওঠেনি। সরে গিয়েছি। আশা করছি জলদি লেখায় ফিরব। আর একবার কিছু লিখলে তখন পরিচালনার দি🦩কে আসব আবার।'