🌜 সদ্যই মুক্তি পেয়েছে লাভিয়াপ্পা। জুনায়েদ খান এবং খুশি কাপুর তাঁদের এই ছবির এখনও চুটিয়ে প্রচার করছেন। আর সেই ছবির প্রচারেই তাঁরা এদিন এসেছিলেন ফারাহ খানের বাড়ি। সেখানেই অভিনেতাকে দেখে কী বললেন ফারাহ খানের রাঁধুনি সেটাই প্রকাশ্যে আনলেন ম্যায় হুঁ নার পরিচালক।
আরও পড়ুন: 🌌টলিউডে কাস্টিং কাউচের বাড়বাড়ন্ত! নামী ফটোগ্রাফারের নাম করে অর্ধনগ্ন শ্যুট করে ব্ল্যাকমেল তরুণীদের
জুনায়েদকে দেখে কী বললেন ফারাহ খানের রাঁধুনি?
🍃ফারাহ খানের রাঁধুনি দিলীপের সঙ্গে এদিন জুনায়েদ খান ফারাহ খানের রান্নাঘরে প্রবেশ করেন। তাঁদের একসঙ্গে দেখে ফারাহ খান জিজ্ঞেস করেন যে তিনি এই তরুণ অভিনেতাকে চেনেন কিনা। প্রশ্ন শুনে দিলীপ নির্লিপ্ত ভাবে বলেন, 'উচ্চতা দেখে মনে হচ্ছে অমিতাভ স্যারের ছেলে।' এটা শুনে ফারাহ বলেন যে না উনি হলেন আমির খানের ছেলে। এর জবাবে তিনি আবার বলে ওঠেন, 'আমির খান স্যার তো...' কথা না শেষ করলেও বোঝা যায় যে তিনি এটাই বোঝালেন যে মিস্টার পারফেকশনিস্ট বেঁটে। এতে শুনেই রেরে করে ওঠেন ফারাহ। থামিয়ে দেন তাঁকে।
𓂃ফারাহ এদিন তাঁকে বলেন, 'কী করছিস তুই? আমাকে তুই মার খাওয়াবি। তোর জন্যই আমার বন্ধুত্ব ভাঙবে।' বলাই বাহুল্য নিমেষে ভাইরাল হয়ে যায় এই ভিডিয়ো। নেটিজেনরা যারপরনাই মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে।
কে কী বলছেন?
💝এক ব্যক্তি লেখেন, 'আমারও সেটাই মনে হয় যে আমির খানের ছেলে হয়ে এত লম্বা হল কীভাবে?' কেউ আবার লেখেন, 'আমরা খালি ভেবেছি। আর উনি নির্লিপ্ত ভাবে বলেও দিলেন।' কেউ কেউ আবার জুনায়েদ খানের প্রশংসা করেছেন। তিনি যেভাবে খালি পায়ে রান্নাঘরে ঢুকেছেন, বা রাখঢাক ছাড়া তিনি যেভাবে কথা বলেন তাতে তিনি মন জয় করে নিয়েছেন অনেকে। ভক্তদের মন্তব্যে এদিন ফারাহ খানকে লাইক করতেও দেখা যায়।
আরও পড়ুন:😼 'অহংকারী লোকজনের আমায় নিয়ে সমস্যা', কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ ত্যাগ করেই ফুঁসে উঠলেন মমতা
লাভিয়াপ্পা ছবিটি প্রসঙ্গে
🃏অদ্বৈত চন্দন এই ছবিটির পরিচালনা করেছেন যিনি আমার খান অভিনীত শেষ ছবি লাল সিং চাড্ডা পরিচালনা করেছিলেন। ভারতীয় বক্স অফিসে ছবিটি ৩ কোটির গণ্ডি টপকেছে ৩-৪ দিনে। প্রথমদিন মাত্র ১ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছিল খুশি কাপুর এবং জুনায়েদ খান অভিনীত ছবিটি।