কিছুদিন আগে বিদুলা ভট্টাচার্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই মর্মে যে ফেডারেশন তাঁকে কাজ করতে দিচ্ছে না। তাঁর সঙ্গে আরও ১৪ জন পরিচালক জয়েন্ট পিটিশন দাখিল করেছেন। এবার সেই মামলায় পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি সচিবকে তদন্তের নির্দেশ দিল꧅ হাইকোর্ট।
আরও পড়ুন: টিমটিম করছে সিকান্দরের দাপট! বুধবার ১০ কোটিও꧑ পেরোল না আয়, ৪ দিনে কত কোটির ব🤪্যবসা করল সলমনের ছবি?
কী জানা গিয়েছে?
হাইকোর্টের তরফে এদিন নির্দেশ দেওয়া হয়েছে তথ্য সংস্কৃতি সচিব যেন বিদুলার এই অভিযোগের তদন্ত করে। শুধু তাই নয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে এই তদন্তের র𓆉িপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে।
মামলাকারীর কোনও কাজে ৩ এপ্রিল থেকে অভিযুক্ত ইউনিয়ন অর্থাৎ টেকনিশিয়ানদের ফেডꦫারেশন আর♔ হস্তক্ষেপ করতে পারবে না।
আরও পড়ুন: 'ফ❀িরছি...' এখনও হয়নি ইন্ডিয়ান আইডলের ফিনালে, তার আগেই বাড়ির পথে মানসী-শুভজিৎরা! কেন?
বিদুলার সঙ্গে জয়েন্ট পিটিশন পরিচালকদের
অকারণ হস্তক্ষেপ করেছে ফেডারেশন, আর তার জেরেই কাজ করতে পারেননি বিদুলা ভট্টাচার্য। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগ দায়ের করেন ফেডারেশনের বিরুদ্ধে যে এই সংগঠনের জন্যই তিনি কাজ করতে পারছেন না। লড়াই চালাচꦅ্ছিলেন একাই। তাঁর অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছেন যে তাঁর কোনও কাজে কোনও রকম হস্তক্ষেপ করা যাবে না। সেই ঘটনার পর পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সমর্থন জানান তাঁকে। বাদ যাননি অনির্বাণও। এবার সেই একই দলে নাম লেখালেন নতুন পরিচালক গিল্ডের সভাপতি সুব্রত সেন। তাঁর সঙ্গে রয়েছেন নতুন পরিচালক গিল্ডের সম্পাদক সুদেষ্ণা রায় সহ আরও অনেকে। জানা গিয়েছে সুব্রত সেন, সুদেষ্ণা রায়রা নাকি বিদুলার মতোই কোর্টে পিটিশন দাখিল করেছেন।
আরও পড়ুন: বেবি বাম্প ঢাকতে ওভারসাইজ𓂃ড টিশার্ট! সন্তানের 'আবদার' বুঝে কোথায় গেলেন অহন🍎া?