সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার পুলিশি জেরা মুখে সাংবাদিক তথা ফিল্ম সমালোচক রাজীব মসান্দ। পুলিশ সূত্রে খবর মঙ🐼্গলবার জিজ্ঞসাবাদ করা হবে এই জনপ্রিয় ফিল্ম সমালোচকে। সুশান্তের বেশ কিছু ছবির সমালোচনা এবং তাঁকে নিয়ে লেখা ব্লাইন্ড আইটেমস- এর সুবাদে আগেও বহুবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজীব মসান্দের নাম। বেশ কিছু বলিউড ব্যক্তিত্বের প্ররোচণাতেই সুশান্তের কেরিয়ার বরবাদ করতে এমনটা করেছেন মসান্দ বলে অভিযোগ। সেই সব অভিযোগ নিয়েই রাজীব মসান্দকে প্রশ্ন করতে মুম্বই পুলিশ।
উল্লেখ꧂ সম্প্রতি রিপাবলিক টিভিকে দেওয়া সাক্ষাত্কারে কঙ্গনা রানাওয়াত প্রশ্ন তুলেছিলেন 'কেন মুম্বই পুলিশ শমন পাঠাচ্ছে না- আদিত্য চোপড়া, মহেশ ভাট,করণ জোহর, রাজীব মসান্দকে? এর চারজন প্রভাবশালী বলে?' সু🦂শান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে শনিবারই যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে জিজ্ঞসাবাদ করেছে মুম্বই পুলিশ।
রাজীব মসান্দ তাঁর ব্লাইন্ড আইটেমসের মাধ্যমে সুশান্তের চরিত্র হনন করবার চেষ্টা করেছেন বারবার, অভিযোগ অভিনেতার ভক্তদের। সুশান্তের উপর লাগানো মিটুর অভিযোগ সহ রাজীবের লেখা একাধিক ব্লাইন্ড আইটেমস ভাইরাল হয়ে যায় সুশান্তের মৃত্যুর পর। অপূর্ব আসরানি, কঙ্গনা রানাওয়াতরা নাম নিয়ে আক্রমণ শানান রাজীব মসান্দকে লক্ষ্য করে। কারুর নাম না নিলেও সুশান্তের এক সময়ের চর্চিত বান্ধবী কৃতী শ্যানন পর্যন্ত ইনস্টা পোস্টে লেখেন, অবিলম্বে সাংবাদিকদের লেখা ব্লাইন্ড আইটেমসে প্রতিবন্ধকতা লাগানো🎀 উচিত।&nbﷺsp;
গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় সুশান্তের দ♔েহ। ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে আত্মহত্যাই করেছেন অভিনেতা। একদিকে সুশান্তের মামলার তদন্তে প্রায় ৩৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ, অন্যদিকে এই মামলা দ্রুত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য✤ আবেদন জানাচ্ছেন সুশান্ত অনুরাগীরা।
পুলিশ নিশ্চিত করেছে মৃত্🔯যু প্রায় মাস ছয়েক আগে থেকে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন অভিনেতা। সেই সম্পর্কে খতিয়ে দেখতে সুশান্তের মনোবিদ করসি চাবড়াকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জেরা করা হয়েছে অপর এক চিকিত্সককেও।