সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের চুমুর ভিডিয়ো। ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে গান করছিলেন উদিত। আর সেই সময় এক মহিলা অনুরাগী তাঁর সঙ্গে সেলফি 💎তুলতে এসে উদিত নারায়ণের গালে চুমু দেন, আর তারপর গায়ক সেই মহিলার ঠোঁটে চুমু খেয়ে বসেন। মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীকে ঠোঁটে চুমু খেয়ে বিতর্কে জড়িয়ে পড়েন উদিত নারায়ণ। একজন গায়কের এই আচরণে বেজায় চটেছেন নেটিজেনরা। কিন্তু এর মাঝেই বন্ধুকে 'খিলাড়ি' বলে বাহবা দিলেন অভিজিৎ ভট্টাচার্য! আর তা নিয়ে ফের দানা বেঁধেছে বিতর্ক।
সোশাল মিডিয়ায় উদিতের সঙ্গে ছবি পোস্ট করে রসিকতার সুরেই অভিজিৎ উদিত﷽কে ‘খিলাড়ি’ বলে আখ্যা দিলেন। আর তার জেরেই এবার উদিতের পাশাপাশি বিতর্কের মুখে অভিজিৎও। অভিজিতের পোস্ট দেখে বেশ ক্ষিপ্ত নেটপাড়া, নেটিজেনরা 'ভীমরতী' বলেও গায়ককে কটাক্ষ করেছেন!
আরও পড়ুন: রাজ অতীত, সরস্বতী পুজোয় মিমির মনে নতুন বসন্ত🍨ไ! কে জাগাল ভালোবাসার যাতনা?
ঠিক কী ঘটেছে?
চুমু কাণ্ড নিয়ে বিতর্কে উদিত আর সেই আবহেই আচমকা একটা পোস্ট করেন অভিজিৎ ভট্টাচার্য। ওই পোস্টে দেখা যায় দুই শিল্পী এক মঞ্চ ভাগ করে নিচ্ছেন। যদিও মঞ্চে গান গাওয়ার এই ভিডিয়ো খুব সম্প্রতির নয়। উদিত-অভিজিৎ একাধিকবার একসঙ্গে মঞ্চে গান গেয়েছেন, তাছাড়া দু'জন প্লেব্যাকও করেছেন বহু ছবির জন্য। সে রকমই কিছু ভিডিয়োর কোলাজ দেখা গিয়েছে, সেখানে তাঁরা 'মে খিলাড়ি তু আনাড়ি' গানটি গাইছেন। আর ভিডিয়োর উপরে লেখা ‘ইয়ে খিলাড়ি মে♈ আনাড়ি’ আর তার পাশে একটা হাসির ইমোজি দেওয়া। আর তারপর অভিজিৎ ক্যাপশনে লেখেন, ‘বন্ধু আমার খিলাড়ি, আর আমি হলাম আনাড়ি।’ আর এই লেখা নিয়েই বেঁধেছে গোলমাল।
অভিজিৎ ভট্টাচার্য পোস্ট দেখে নেটপাড়ার অনুমান উদিতের চুমু প্রসঙ্গেই একথা লিখেছেন তিনি। অনেকের মতে এমনভাবে চুমু খেতে না পারার জন্ܫয বোধ হয় আক্ষেপ রয়েছে অভিজিতের। আবার অনেকে তাঁকে ‘বুড়ো বয়সে ভীমরতী’ বলে কটাক্ষ করꦆেছেন।
আরও পড়ুন: অবশেষে বড় পর্দায় ‘পরিচয়🗹 গুপ্ত’! কবে মুক্তি পাবে ঋত্বিক-ইন্দ্রনীলদে♚র ছবি?
কে কী বলছেন?
এই ভিডিয়ো কমেন্টে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘অভিজিৎ স্যারেরও চুমু চাই।’ আবার একজন লಌিখেছেন, ‘পুরো মজা আপনি নিচ্ছেন।’ আর একজন লেখেন, ‘আমরা বুঝতে পারছি আপনি কেন এমন বলছেন।’
অন্যদিকে, চুমু নিয়ে এ ধরেন ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে উদিত নারায়ণ HT City কে বলেন, ‘অনুরাগীরাই আসলে পাগল হয়ে যান। আমরা এমন নই, আমরা ভদ্র মানুষ। কিছু লোকের এতে উওৎসাহ থাকে। তাঁরা এটার মাধ্যমে ভালবাসা প্রকাশ করেন ... ভিড়ের মধ্যে এত মানুষ, আমাদের দেহরক্ষীও উপস্থিত। তবে অনুরাগীরা মনে করেন তাঁরা দেখা করার সুযোগ পাচ্ছেন, তাই কেউ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করছেন, কেউ চুমু খাচ্ছেন... এগুলো সবই ভালোবাসা, এটাকে এত পাত্তা দেওয়া উচিত নয়।’