মার্কিন মুলুক থেকে ক্রমাগত প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে একের পর এক বার্তা ভারতের রাজনীতিতে নানান চাঞ্চল্য তৈরি করছে। এদিকে, সদ্য মার্কিন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দুই রাষ্ট্রনেতার সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন দেশের বিদেশম🐼ন্ত্রী এস জয়শংকর। ট্রাম্প ও মোদীর সম্পর্ক নিয়ে জয়শংকর বলেন, দুই জাতীয়বাদী নেতা একে অপরকে শ্রদ্ধা করেন।
এস জয়শংকর এক সাম𒊎্প্রতিক অনুষ্ঠানে বলেন,' প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটনে ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম দিকে যে নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদী। আমি আমার সারা জীবন এই কাজ করে আসছি, তাই তুলনামূলক মূল্যায়ন হিসাবে আমার কিছু রেফারেন্স পয়েন্ট এবং কিছু অভিজ্ঞতা আছে।' এরইসঙ্গে জয়শংকর বলেন,' আমি সমস্ত বস্তুনিষ্ঠতার সাথে বলব, আমার মনে হচ্ছে এটি খুব ভালো হয়েছে এবং তা হয়েছে বিভিন্ন কারণে।' সদ্🅺য মার্কিন সফরে গিয়ে আমেরিকা ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্পর্কের খতিয়ান নিয়ে এস জয়শংকর বলেন,' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন অত্যন্ত শক্তিশালী জাতীয়তাবাদী, এবং তিনি তা প্রকাশ করেন। এখন, ট্রাম্প একজন আমেরিকান জাতীয়তাবাদী, এবং আমি মনে করি, বিভিন্ন উপায়ে জাতীয়তাবাদীরা একে অপরকে সম্মান করেন। ট্রাম্প স্বীকার করেছেন যে ভারতের পক্ষ থেকে মোদী রয়েছেন। মোদী স্বীকার করেছেন যে ট্রাম্প আমেরিকার পক্ষ থেকে আছেন... দ্বিতীয় জিনিস যেটি আমি অনুভব করেছি সেটি হল তাঁদের রসায়ন ভালো।' এরপরই উল্লেখযোগ্যভাবে এস জয়শংকর বলেন,' আপনারা জানেন যে ট্রাম্প একটু অন্যরকমের নেতা। বিশ্বে বাকি অনেক নেতাদের সঙ্গে তাঁর ইতিহাস খুব একটা ইতিবাচক নয়। তবে মোদীজির সঙ্গে ব্যাপারটা সেরকম নয়।'
( Mahashivratri 2025: মহাশিবরাত্রিতে চন♌্দ্রের গোচর ধনিষ্ঠায়! এই ৩ রা🤡শিতে তুলকালাম উন্নতির সম্ভাবনা)
সদ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভারতে ভোটার টার্নআউট বা ভোটার সংখ্যা বাড়ানোর জন্য ২১ ম💞িলিয়ন ডলার খরচ করেছে আমেরিকার প্রাক্তন বাইডেন প্রশাসন। এরইসঙ্গে তিনিই প্রশ্ন তুলেছেন যে, আমেরিকা কেন ওই টাকা খরচ করল? তবে কি অন্য কাউকে ক্ষমতায় আনার চেষ্টা হয়েছিল? এদিকে এই সব প্রশ্ন ভারতের রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। ভারতের রাজনীতিতে প্রশ্ন উঠেছে, তবে কি ভারতের ভোটে বিরোধীরা কোনও প্রভাব খাটানোর চেষ্টা করেছে? এই প্রশ্ন, আর জল্পনার মাঝে এবার মুখ খুললেন জয়শংকর। যে বার্তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।