গত মঙ্গলবার হয়েছে ‘গোধূলি আলাপ’-এর শেষদিনের শ্যুটিং। আর সেদিন শ্য়ুটিংয়ে কেঁদে ভাসাতে দেখা গিয়েছে নায়িকা 'নোলক'কে। তারই কিছু ঝলক ইতিমধ্যেই নেটপাড়💞ায় ছড়িয়ে পড়েছে। যেখানে পর্দার অরিন্দম, নোলক সহ সেটের কলাকুশলীদের একসঙ্গেই দেখা যায়। শেষদিনে হাজির ছিলেন প্রযোজক রাজ চক্রবর্তীও। তারই কিছু মুহূর্ত রাজ চক্রবর্তীর প্রযোজনার ফেসবুক পেজ থেকে অনুরাগীদের সঙ্গে শেয়ার করা হয়েছে।
যেখানে দেখা গেল, 'নোলক' ওরফে নবাগতা সোমু সরকার এবং অন্যান্যরা যখন কেঁদে ভাসাচ্ছেন, তখন সেই আবেগঘন মুহূর্ত নিজের ফোনের ক্য়ামেরায় বন্দি করছেন রাজ চক্রবর্🐠তী। 'অরিন্দম' ওরফে কৌশিক সেন বলেন, ‘গোধূলি আলাপের আজ শেষদিনের শ্যুটিং। সবার মতো আমারও নিশ্চয় খারাপ লাগছে। এক বছরেরও বেশি সময় একসঙ্গে কাটালে মন খারাপ হবেই, তবে আমি মনে করি কোনওকিছুর শেষ মানে নতুন কিছ🌜ুর শুরু। আমার মনে হয় রাজ চক্রবর্তী প্রোডাকশন আরও ভালো কিছু করার ক্ষমতা রাখে। এখানে সমস্ত কলাকুশলীদের সঙ্গেই আমার কাজ করে ভালো লেগেছে। হতে পারে আমরা হয়ত অনেক টিআরপি দিতে পারিনি। তবে আমাদেরও একটা বড় অংশের দর্শক ছিল।’
আরও পড়ুন-গোধূলি আলাপ-এর শেষ দিনে কেঁদে ভাসান ‘নোলক’ সোমജু, স🦩েট থেকে সঙ্গে করে কী আনলেন?
অভিনেত্রী সোমু সরকার বলেন, ‘আমি নোলক, তবে চরিত্রটা আজ খুলে রেখে দেব যত্ন করে। এই চরিত্রটা এরপর থেকে আমার স্মৃতির মধ্যে থাকবে। তোমাদের ভালোবাসায়, তোমাদের স্মৃতির মধ্যে। চ্য়ালেঞ্জ তো আমায় নিতেই হয়েছিল, নিয়েওছি। হয়ত কোনওক্ষেত্রে সফল হয়েছি, কখনও হꦍয়নি। তবে অনেককিছু শিখেছি। রাজ স্যার, ডিরেক্টর স্বপন স্যার, বিট্টু স্যারের হাত ধরেই আমার মানে নোলকের পথ চলা শুরু হয়েছিল। তবে এবার তাঁদের হাত ধরেই এই পথ চলা শেষ হচ্ছে। গোধূলি আলাপকে এতবেশি ভালোবাসা দেওয়ার জন্য থ্যাং ইউ।’
অভিনেত্রী সঞ্চিতা সান্যাল বলেন, ‘আশাকরি আরও বিভিন্ন প্রোজেক্টে এভ♎াবে কাজ করব। যত সময় এগোচ্ছে বুঝতে পারছি, হ্যাঁ শেষ হচ্ছে। এই ঘরটাতে হয়ত অন্য কোনো প্রোজেক্টে আসব, তবে এই প্রোজেক্টে আসব না।’
প্রসঙ্গত, ৪ জুন অর্থাৎ রবিবারই শেষবারের মতো সম্প্রচারিত হয়েছে ‘গোধূলি আলাপ’ ধা💞রাবাহিকটি। এদিকে এই ধারাবাহিকের শেষ পর্ব দেখতে বসে কেঁদে ভাসিয়েছেন বহু দর্শকও। প্রযোজনা সংস্থার এই ফেসবুক পোস্টের নিচে অনেকেই ﷽আবারও এই ধারবাহিক ফিরিয়ে দেওয়ার আবেদন করেছেন।
(