🍒 মাঝে দারুণ ভাবে রটে গিয়েছিল গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। এবার এই জল্পনার বিষয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জনগণের সঙ্গে কুকুরের তুলনা টানলেন তিনি। কেন?
আরও পড়ুন : '🍌সুবিধা বুঝে পালিয়ে...' শ্রিয়ার পক্ষে সওয়াল করে ঋ -কে বিদ্রূপ প্রেরণার, ঠাকুরপুকুর দুর্ঘটনায় কী বললেন তৃণা?
কী ঘটেছে?
꧒এর আগে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দল জানিয়েছিলেন সুনীতা নাকি ডিভোর্স ফাইল করেছেন। যদিও আবারও নাকি এই তারকা জুটি একসঙ্গেই থাকছেন। এবার এবিপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীতা তাঁদের বিচ্ছেদের এই জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন। তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া, চর্চা, বিদ্রূপ সব কিছু প্রসঙ্গেই এদিন সুনীতাকে বলতে শোনা যায়, 'পজিটিজ না নেগেটিভ? আমি জানি পজিটিভ। আমি মনে করি মানুষ কুকুরের মতো। ওরা ঘেউ ঘেউ করবেই।'
🙈 এরপর সুনীতা তাঁর স্বামী, দুই সন্তানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেন। জানান এই বিচ্ছেদের চর্চার মাঝেও তাঁরা ভালো আছেন, একসঙ্গে আছেন। একে অন্যকে ভীষণ ভালোবাসেন। তিনি এদিন এই বিষয়ে বলেন, 'যতক্ষণ না আপনারা আমার বা গোবিন্দার মুখ থেকে কিছু শুনছেন কিছুতে বিশ্বাস করবেন না।'
🐟 তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো গত ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতার আইনজীবী জানিয়েছিলেন যে সুনীতা নাকি ছয় মাস আগে ডিভোর্স ফাইল করেছিলেন। যদিও বর্তমানে সমস্ত ঝামেলা মিটমাট হয়ে গিয়েছে। নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের গোড়াতে তাঁরা সকলে মিলে নেপাল গিয়েছিলেন, পশুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন যে সেটাও জানিয়েছেন।
আরও পড়ুন : 🍷‘কেমন ওঁদের মতো করেই…’, মূক ভক্তের সঙ্গে ইশারায় কথা! চিরসখার সেটে অপরাজিতার কাণ্ডে মুগ্ধ অনুরাগীরা
আরও পড়ুন : ♔নির্ধারিত সীমার ৩ গুণ মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ভিক্টো! রিপোর্টে কী জানাল পুলিশ?