বুধবার বলিউডের ভাইজানের ৫৯-এ পা দিলেন। খান পরিবারে জশন যেন থামছে না। আরবাজের দ্বিতীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই পরিবারে জোড়া জন্মদিন। ২৭শে ডিসেম্বর শুধু সলমন নয়, তাঁর ভাগ্নি আয়াতেরও জ❀ন্মদিন। আয়াতের সঙ্গেই কেক কেটে আরও এক বসন্ত পার করে ফেললেন বলিউডের ‘চিরকুমার’ নায়ক।
৫৯-তে এসেও বিয়ে করেননি ভাইজান। নিঃসন্তান সমলনের সম🧔্পত্তির পরিমাণ ২৯০০ কোটি টাকা! কিছুদিন আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসে সলমন জানিয়েছিলেন, কত ছোট বাড়িতে থাকেন 🔯তিনি। সত্যি মুম্বইয়ের গ্যাল্যাক্সি অ্যাপার্টমেন্টের যে ঘরে সলমন থাকেন তা নিতান্তই সাধারণ। তবে মহারাষ্ট্রের পানভেলে একটি খামার বাড়ি রয়েছে ভাইজানের। ১৫০ একর এলাকা জুড়ে বিস্তৃত সেই খামার বাড়ি। ব্য়স্ত সলমনের অবসরযাপনের একমাত্র ঠিকানা।
করোনাকালে এই খামার বাড়িতেই সময় কাটিয়েছেন সলম🌠ন। অত্যাধুনিক জিম থেকে সুইমিং পুল, আস্তাবল- কী নেই সেখানে! কিন্তু জানেন 𒁃কি সলমনের এই খামার বাড়িটি কিন্তু আদতে সলমন খানের নামে নেই। ভাইজানের এই ফার্মহাউসটির মালকিন তাঁর আদরের ছোট বোন অর্পিতা খান শর্মা। হ্যাঁ, এই ফার্ম হাউসের নামও ‘অর্পিতা ফার্মস’। কাগজে-কলমেও সেটি সেলিম খান ও সালমা খানের দত্তক কন্যার।
আরবাজ খানের চ্যাট শো-তে এসে বছর দুয়ের আগে নিজের মুখে সে কথা জানিয়েছিলেন সলমন। সুপারস্টার বলেছিলেন, ‘এই ফার্মহাউসটা আমার নয়, অর্পিতার। আসলে পরিবারের সকলের। আমরা এতজন লোক, যে সত্যি জেলা ঘোষণা করা উচিত। আমাদের খানদানের ভিতরেই তো ২৫০-৩০০ লোক রয়েছে। তারপর💎 বন্ধুরা রয়েছে, আত্ময়ী-স্বজন রয়েছে’।
এই ফার্ম হাউসের অন্দরে সলমন চাষবাস করেন, ঘোড়ওয়ারি করেন, কখনও আবার কসরতে মন দেন। করোনাকালে বেশিকিছু মিউজিক ভিডিয়োর শ্যুটিংও সলমন এখানে করেছিলেন। অর্পিতার প্রতি ভাইজানের টান কারুর অজানা নয়। রক্তের সম্পর্ক না থাকলেও অর্পিতাকে কোলেপিঠে করে মানুষ করেছেন তি✱নি। সেই কারণেই সলমনের এই বিলাসবহুল প্রপার্টি রয়েছে অর্পিতার নামেই।
জানা যায়, বর্তমানে🍰 সলমনের বার্ষিক আয় ২২০ কোটি টাকা, অর্থাৎ মাসে ১৬ কোটি টাকা উপায় করেন ভাইজান। বক্স অফিসে সলমনের শেষ রিলিজ ছিল টাইগার ৩। মোটের উপর ভালো ব্যবসা করলেও ‘পাঠান’, ‘জওয়ান’-এর সাম꧅নে মিনমিনে টাইগারের গর্জন। আগামিতে ধর্মা প্রোডাকশনের ‘দ্য বুল’-এ দেখা যাবে সলমনকে। এছাড়াও ‘দাবাং ৪’, ‘কিক ২’-এর মতো ছবিতে দেখা যাবে তাঁকে।