আজ থেকে ২৫ বছর আগে ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা হৃতিক রোশন। এবার পরিচালক হিসাবে যাত্রা শুরু করবেন অভিনেতা। বাবার হাত ধরেই শুরু হতে চলেছে এই নতুন যাত্রা। ‘কৃষ ৪’ সিনেমায় পরিচালকের আসনে দেখা যাবে হৃত𝓰িককে।
বেশ কযꦚ়েক মাস ধরেই ‘কৃষ ৪’ নিয়ে গুঞ্জন ꧒শোনা যাচ্ছিল। বিগ বাজেটের এই সিনেমায় প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ। প্রযোজকরা এগিয়ে এলেও কোনও পরিচালক এগিয়ে আসছেন না সিনেমাটি তৈরি করার ক্ষেত্রে। অন্যদিকে রাকেশ রোশনও নিজে পরিচালনা করতে চাইছেন না এই সিনেমাটি।
আরও পড়ুন: দক্ষিণী ইন্ডাস্ট্রিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সলমন🐬ের! বললেন, 'বলিউডে🌱 ওদের মতো...'
আরও পড়ুন: ‘চ🥀িরদিনই তুমি যে আমার’ -এ দিতিপ্রিয়ার জীবনে ঝড় তুলতে আসছেন এই জনপ্রিয় নায়ক,চেনে♊ন তাঁকে?
সুপারহিরো অ্যাকশন ফ্রাঞ্চাইজির আগের তিনটি সিনেমা রাকেশ রোশন পর♋িচালনা করলেও এবার পরিচালকের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে প্রথমে 🅘সিদ্ধার্থ আনন্দ সিনেমাটি প্রযোজনা করার দায়িত্ব নিলেও পড়ে তিনি ঘুরে দাঁড়ান।
সিদ্ধার্থ আনন্দ সরে যেতেই পরিচালক করণ মালহোত্রাও পরিচালনার দায়িত্ব থেকে সরে যান কারণ সিদ্ধার্থই করণকে পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। পরিচালক এবং প্রযোজক দুজনে সরে যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবেই অথৈ জলে পড়ে যায়🃏 ‘কৃষ ৪’। তাই এবার পরিচালনার দায়িত্ব নিজের কাজে তুলে নিলেন হৃতিক রোশন।
জানা গেছে, আদিত্য চোপড়ার প্রযোজনায় ‘কৃষ ৪’ মুক্তি পাবে এবং সেই সিনেমা পরিচালনা করবেন খোদ হৃতিক রোশন। আগে 🌸তিনটি পর্বে শুধু অভিনেতা হিসেবে কাজ করলেও এবার অভিনয়ের পাশাপাশি পরিচালকের ভূমিকাও পালন করবেন তিনি। বাবার হাত ধরেই এই নতুন যাত্রা শুরু করতে চলেছেন হৃতিক।
সম্প্রতি ছেলেকে পাশে নিয়ে একটি ছবি পোস্ট করেন রাকেশ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ডুগ্গু ২৫ বছর আগে তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। আজ ২৫ বছর পর আদিত্য চোপড়া এবং আমি দুজনে মিলে তোমায় পরিচালক হিসেবে লঞ্চ করতে চলেছি। তোমার সাফল্য কামনা ꦰকরি। শুভকামনা এবং আশীর্বাদ।’
আরও পড়ুন: ‘এবার 🎉পাল্টা আক্রমণ হবে’, কাশ্মীরের মাটিতে ‘গ্রাউন্ড জিরো’ থ✱েকে হুঙ্কার ইমরানের, কী ব্যাপার?
আরও পড়ুন: 'কঙ্গনার যখন মেয়ে হবে তখন ওকেও...', নেপটিজম নিয়ে ব্যঙ্গাত্মক মন্🍰তব্য সলমনের
প্রসঙ্গত, ‘কোই মিল গিয়া’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে, তিন বছর পর অর্থাৎ ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘কৃষ’। তারপর অনেক বছর অপেক্ষা করতে হয়েছিল দর্শকদের। ২০১৩ সালে 🌸মুক্তি পেয়েছিল ‘কৃষ ৩’। এবার 'কৃষ ৪ কবে মুক্তি পায় সেটাই এখন দেখার।