বলিউডে নি꧅জেকে প্রতিষ্ঠিত করতে হলে যাদের হাত মাথায় থাকা খুব জরুরী তাদের মধ্যে একজন হলেন সলমন খান। ভাইজান পাশে থাকলে যে কোনও সমস্যার চটজলদি সমাধান হয়ে যায়, এ কথা প্রায় সꦫকলেই জানে। ভাইজানের এই স্বজনপোষণ নিয়েই একসময় মন্তব্য করে রীতিমতো বিতর্ক তৈরি করেছিলেন কঙ্গনা রানাওয়াত।
সলমন তাঁর আসন্ন সিনেমা ‘সিকন্দর’- এর প্রচার নিয়ে এখন ভীষণ ব্যস্ত। আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমাটি। সম্প্রতি মুম্বইয়ের 🤪একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভাইজান। আগামী সিনেমা থেকে প্রাণনাশের হুমকি, সবকিছু নিয়েই কথা বলেন তিনি। কথা বলেন স্বজন পোষণ বিতর্ক নিয়েও।
আরও পড়ুন: ১৮ বছর পর ফের একস🎶ঙ্গে সঞ্জয়-সলমন, জল্পনা উসকে কী বললেন ভাইজান?
আরও পড়ুন: জাভেদ-কঙ্গনা মামলায় মুখ খဣুললেন শাবানা, বললেন, 'ক্ষমা চাওয়ার বিষয়টি...'
স্বজনপোষণ প্রসঙ্গে প্রশ্ন করলে ভাইজান বলেন, ‘এই পৃথিবীতে কোনও কাজ একা করা যায় না,🍷 সব কাজই দলবদ্ধভাবে করতে হয়। আমার বাবা যদি ইন্দোর থেকে মুম্বইয়ে না আসতেন, তাহলে আমি বা আমার গোটা পরিবার এখন কৃষিকাজ করত। বাবা ওই সিদ্ধান্ত না নিলে আমরা কখনও এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না।’
সলমন বলেন,' আমার বাবা যদি চিরকাꦡল কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকতেন, তাহলে আমাদের জীবন খুব সাধারণ হত। আমার বাবা মুম্বই এসেছেন, ছবিতে কাজ করেছেন। আগামী প্রজন্ম সেই কাজ এড়িয়ে নিয়ে যাচ্ছে। এখন নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে যেমন ‘স্বজনপোষণ’ কিন্তু ব্যাপারটা আদৌ তা নয়।'
আরও পড়ুন: নিজের প্রযোজিত ছবিতে অডিশন দিয়েও কাজ ✱পাননি আমি! কোন ছবির ক্ষেত্রে ঘটে এমনটা?
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্র🎃শংসায় 🌱পঞ্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল?
সাংবাদিকরা যখন রবিনা ট্যান্ডনের কথা উল্লেখ করেন, তখন রবিনাকে কঙ্গনা বলে ভুল করেন ভাইজান। তিনি বলেন, ‘কঙ🌊্গনার মেয়ে সিনেমায় আসছে?’ ভাইজানের ভুল শুধরে দিতে গেলে ভাইজান হাসতে হাসতে বলেন, ‘কঙ্গনার মেয়ে যখন আসবে, সিনেমা করবে বা রাজনীতিতে যোগদান করবে। তাহলে কি আপনি তাকে...?’
সলমনের কথার রেশ ধরে সাংবাদিকর🔯া বলেন, ‘স্বজনপোষণ বলব।’ তখন অভিনেতা বলেন, ‘তাহলে ওঁর মেয়েকে অন্য কিছু করতে হবে। না হলে সবাই এ কথাই🐽 বলবেন।’
প্রসঙ্গত, ‘সিকন্দর’ কতটা বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারবে এই বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে ভাইজান বলেন,🌞 'আমি আশা রাখছি সিনেমাটি খুব ভালো ব্যবসা করবে। মোহনলাল স্যারের সিনেমা এবং আমার সিনেমা দুটোই দুর্দান্ত ব্যবসা করবে।