শনিবার Hindustan Times Leadership Summit (HTLS)-এর মঞ্চে বিনোদনের সুপারস্টারদের ভিড়। দুপুরে হাজির শার্লিজ থেরন আর করণ জোহর। আর বিকেলে ভারতীয় ছবির সুপারস্টার আলিয়া ভাট। অনেক প💖্রশ্নের মধ্যে আলিয়াকে পড়তে হল বর্তমান সময়ের ট্রোলিং এবং তার প্রভাব কেমন— সেই প্রশ্নের মুখেও। কী বললেন অভিনেত্রী?
(আরও পড়ুন: বিয়ের শাড়িতেই জাতীয় পুরস্কারඣ! কী ভেবেছিলেন তখন? HTLS-এ জানালেন ജআলিয়া)
বর্তমানে বহু তারকার জন্যই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং একটি বড়🎐 সমস্যা এবং মাথাব্যথার কারণ হয়ꦯে উঠেছে। সোশ্যাল মিডিয়া এত শক্তিশালী হয়ে ওঠার আগে তারকাদের সরাসরি এত আক্রমণ বা অপমানের মুখে পড়তে হত না। এখন তার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। আর এর ব্যতিক্রম নন আলিয়াও।
নান൲া কারণে আলিয়াকে বার বার পড়তে হয়েছে ট্রোলিংয়ের মুখে। কখনও তাঁর কোনও মন্তব্যের জেরে। কখনও তাঁর কাজের সূত্রে। কীভাবে এই সব জিনিস সামলান? কী বলছেন আলিয়া?
(আরও পড়ুন: হলিউডেও কি নেপোটিজম আছে? HTLS-এর মঞ💫্চে করণের প্রশ্নের উত্তরে কী বললেন শার্লিজ থেরন)
তাঁর কথায়, ‘এরকম তো হতে পারে না, যে কারও উপর প্রভাব পড়ল না। আমিও এর থেকে ব্যতিক্রম নই। আমি ক্রমশ আর বেশি করে প্রাইভেট হয়ে গিয়েছি। আমি কাউকে তার জন্য দোষ দিইনি। আমার জীবনে এমন কখনও হয়নি, যখন আমি কাউকে মুখের💯 উপর বলেছি, ‘এই কথাটা তুমি🔴 ঠিক বলোনি’। বরং নিজেকেই গুটিয়ে নিয়েছি।’