মাত্র কয়েক মাস আগেই সিনে জগতে অভিষেক হয়েছে তাঁর। বাবা, দিদি, মায়ের দেখানো পথে হেঁটেই বলিউডে পা রেখেছেন ইব্রাহিম আলি খান। যদিও তাঁর প্রথম ছবি তুমুল বিদ্রূপ, কটাক্ষের শিকার হয়েছে। এদিন ﷽জীবনের এক অজানা কথা প্রকাশ্য⛦ে আনলেন সইফ পুত্র। জানালেন ছোট থেকেই তাঁর কানে শোনার সমস্যা ছিল।
আরও পড়ুন: কেবল অভিনয় নয়, নাচেও তুখোড় ফুলকি! দিব্যাণীর লাইভ পারফরমেন্স দ�♑�েখে কী বলছে দর্শকরা?
কী ঘটেছে?
নাদানিয়া মুক্তি পাওয়ার পর চরম কটাক্ষের মুখে পড়েছিলেন অমৃতা সিং🍸 এবং সইফ আলি খানের𓄧 ছেলে ইব্রাহিম। অনেকেই তাঁকে ট্রোল করেছেন। কিন্তু এটা কি জানতেন তাঁর কথা বলায় সমস্যা আছে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ইব্রাহিম। জানিয়েছেন ছোটবেলার সেই সমস্যা এখনও পুরোপুরি ঠিক হয়নি।
GQ কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইব্রাহিম আলি খান জানিয়েছেন তাঁর ছোটবেলায় জন্ডিস হয়েছিল। আর সেটার জন্যই তাঁর কথা বলায় সমস্যা আছে। শুধু তাই নয⭕়, কানেও কম শোনেন। তাঁর কথায়, 'আমার জন্মের পরই আমার জন্ডিস হয়। গুরুতর ছিল বিষয়🅷টা। আর এটা আমার ব্রেনকে ক্ষতি করে। আমি শ্রবণ শক্তি কিছুটা হারিয়ে ফেলি। শুধু তাই নয়, আমার কথা বলার উপরেও সেটার প্রভাব পড়ে।'
তবে ইব্রাহিম আলি খান জানিয়েছেন তিনি তাঁর এই সমস্যা ঠিক করার জন্য গত কয়েক বছর ধরে দারুণ পরিশ্রম করছেন। কথা বলাকে আরও উন্নত করার চেষ্টা করছেন। সইফ পুত্রের কথায়, 'আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমায় কথা বলা নিয়ে কাজ করছি, আরও কীভাবে সেটা ঠিক কꦬরা যায় সেটার চেষ্টা করছি। থেরাপিস্ট, কোচদেꦓর সাহায্য নিয়েছি। এখনও পুরোটা ঠিক হয়নি। কিন্তু আমি চেষ্টা করছি ঠিক করার।'
আরও পড়ুন: বউ ন্যাওটা বিরাট! মাতৃদিবসের পোস্ট দেখে কেন কোহলিকে তুলোধোনা নেটপা♔ড়ার?
আরও পড়ুন: সন্তানকে ভালোবাসলেও 'মাঝে মাঝে ✅মা হতে ইচ্ছে করে না' স্বরলিপির! কী বললেন?
কথা বলায় সমস্যা থাকা সত্ত্বেও ছেলেকে ইংল্যান্ডের বোর্ডিং স্কুলে পাঠিয়েছিলেন সইফ এবং অমৃতা! সেখানে গিয়ে প্রথম কয়েক বছর বিস্তর সমস্যায় পড়তে♏ হয় তাঁকে। তবে ধীরে ধীরে সেই সমস্যা মিটিয়ে ফেলেন। জানান সেখানে গিয়ে তিনি স্পোর্টসে মন দেন, নতুন বন্ধু বানান। প্রতিকূলতা থাকলেও জীবনের সেরা ৪🅰 টি বছর ওখানেই কাটিয়েছেন বলে দাবি করেন সইফ।