ইমন চক্রবর্তী প্রতিবারের মতো এবারেও বসন্ত উৎসবের আয়োজন করেছেন। যদিও এই উৎসবের শুরুটা হয়েছিল তাঁর মায়ের হাত ধরে এಞখন সেটার দায়িত্ব গায়িকার কাঁধে। সেই অনুষ্ঠানে এবার বিশেষ অতিথি হয়ে আসছেন পদ্মভূষণ ঊষা উত্থুপ। সেই বসন্ত উৎসব নিয়ে কী জানালেন ইমন?
আরও পড়ুন: থ্রিলার রক্তবীজের পর এবার রোম্যান্টিক 'আলাপ'চারিতায় আবির - মিমি, বাধ সাধবেন স༒্বস্তিকা?
বসন্ত উৎসব নিয়ে কী জানালেন ইমন?
বসন্ত উৎসব নিয়ে ইমন চক্রবর্তী সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, 'বসন্ত উৎসবের শুরু মায়ের হাত ধরেই। এমনকি আমি যে স্কুল এখন চালাই সেটাও মায়ের তৈরি করা। মা আগে আমাদের বাড়ির সামনের গলিতে খাট পেতে ছাত্রদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এখন সেই অনুষ্ঠান আমি চালাই। আমার কিছুটা পরিচিতি আছে, তাই স্পন্সর পাই। বড় করে অনুষ্ঠানജ করতে পারি।'
আরও পড়ুন: না জেনেই বিল গেটসকে চা খাইয়েছেন ডলি চায়েওয়ালা! বললেন, 'ভাবলাম বিদেশি কেউ.🦂..'
আরও পড়ুন: 'খেলতে খেলতেই' প্রেম? অনুপম - প্রশ্মিতার 🉐জীবনের এই বিশেষ আসক্তির কথা জ💖ানেন?
মাকে নিয়ে কী জানালেন ইমন?
ইমন চক্রবর্তীর মা নেই। তবে গায়িকার প্রতিটা স্মৃতি, কথায় উল্লেখ থাকে তাঁর মায়ের। তবে একটা সময় তিনি মাকেಞ খুব ভয়ও পেতেন। কড়া শাসনে রাখতেন বলেই গায়িকা জানিয়েছেন। এমনকি তাঁর গানের প্রাথমিক হাতেখড়িও তাঁর মায়ের হাতে।
আরও পড়ুন: 'প্রতিমা দর্শনের সঙ্গে এবার...' টেক্কাকে টক্কর দিতে পুজোতেই আসছ🅰ে মিঠুনের শাস্ত্রী
আরও পড়ুন: কেবল শ্রীময়ী নন, আরও মহিলাদের মন 'চুরি' করেছেন কাঞ্চন! বিয়ের আগে অভিয🦩োগ করে বললেন, 'ও এমনভাবে...'
স্মৃতি হাতড়ে মাকে নিয়ে কথা বলতে গিয়ে এদিন ইমন জানান, 'সাড়ে তিন বছর বয়সে মায়ের সঙ্গে প্রথমবার স্টেজে পারফর্ম করি। মায়ের কাছেই প্রথম তালিম পাই। কড়া শাসনে রাখতেন আমায় আমার মা। একেবারে তালিবানি শাসন।' তিনি একই সঙ্গে জানান, 'মায়ের কাছে পড়াশোনার আগে গান ছিল। মাধ্যমিকের সময় আগে সকালে উঠে রেওয়াজ করে, পড়া রিভাইস করে পরীক্ষা দিতে যেতাম। এমনকি মা যখন থাকত না সেই সময়টা বাড়িতে আমার আর বাবার দুষ্টুমি, মজা করার সময় থাকত।' প্রসঙ্গত ইমন চক্রবর্তীর মা একজন স্কুল শিক্ষিকা ছিলেন। ত😼িনি নিজে গানের শিক্ষিকা ছিলেন একজন🦂।