সম্প্রতি ভারতের সবথেকে 𒊎ধনী অভিনেত্রীর তকমা পেয়েছেন জুহি চাওলা। কিন্তু জানেন কি তাঁর থেকেও ধনী এক অভিনেত্রী ছিলেন ভারতে, যিনি কেবল অর্থের দিক থেকে নয়, শাড়ি গয়নার দিক থেকেও রাজারাজরাদের রীতিমত টক্কর দিতে পারতেন। কে বলুন তো তিনি? দক্ষিণী ইন্ডাস্ট্রির জয়ললিতা।
কী ঘটেছে?
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী ব্যবসায়ী তথা অভিনেত্রী জুহি চাওলা সবথেকে ধনী অভিনেত্রী ভারতের। তাঁর মূল সম্পত্ꦛতি ৪৬০০ কোটি টাকার। তবে তাঁর আগে, আজ থেকে প্রায় ৩ দশক আগে এক তারকা ছিলেন যিনি জুহির থেকে🐓ও বড়লোক ছিলেন। কেবল ক্যাশ নয়। তবে পোশাক এবং, গয়নার কালেকশন ছিল দেখার মতো। পুরো রাজাদের মতো!
জয়ললিতা তামিল ছবির জগতের আইকন ছিলেন। তিনি তাঁর যুগের অন্যতম সফল অভিনেত্রী ছিলেন। প্রায় ২ দশ♊ক ধরে তিনি চুটিয়ে কাজ করেছেন। তামিল এবং তেলুগু ছবির দুনিয়ায় সেরা মহিল🍬া তারকা ছিলেন। কাজ করেছিলেন বেশ কিছু বলিউডি ছবিতেও। যদিও তাঁর এই প্রতিপত্তি সিনেমা থেকে মোটেই হয়নি, রাজনীতিতে নামার পর হয়েছে।
১৯৮০ এর দশকে তিনি তাঁর গুরু এমজি রামচন্দ্রনের দেখানো পথে হেঁটে রাজনীতিতে আসেন। যোগ দেন AIADMK দলে। রাজ্য সভার সাংসদ হন। তারপর তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হন। ৫ ব♈ার মুখ্যমন্ত্রীর পদে আসীন হন তিনি। তাঁর যা সম্পত্তি ছꦛিল সেটা আজকালকার দিনে দাঁড়ালে প্রায় ৫০০০ কোটি টাকার সমান। তাঁর কাছে প্রায় ১০,৫০০ শাড়ি ছিল। সঙ্গে ৭৫০ জোড়া জুতো। ২৮ কেজি সোনা, ৮০০ কেজি রূপো ছিল তাঁর কাছে।
প্রসঙ্গত একাধিক বার জয়ললিতার জীবন উঠে এসছে পর্দায়। প্রায় ৯টাཧ বায়োপিক হয়েছে তাঁর জীবনী নিয়ে। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে ঐশ্বর্য সেন সকলেই পর্দায় তাঁর চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: গুরুদ্বারে෴র বাইরে নাম ধরে হাঁকাহাঁকি করতেই বিরক্ত! ইশারায় কী করলেন নিমরত?