দেখতে দেখতে প্রায় সাত মাস অতিক্রান্ত, ইরফান খান চলে গিয়েছেন। তবে তাঁর স্মৃতি আঁকড়ে রেখেছেন তাঁর অগুণতি ভক্ত। ইরফানের মৃত্যুর পর থেকেই নিয়মিত অন্তরালে বাবার নানান স্মৃতি, অদেখা ভিডিয়ো, ছবি শেয়ার করে থাক𓆏েন প্🅷রয়াত অভিনেতার বড় ছেলে বাবিল খান। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেতাকে স্মরণ করে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বাবিল। সেখানে ইরফান খানকে দেখা যায়নি, তবে তাঁর উপস্থিতি বর্তমান। ক্যামেরার পিছনে রয়েছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, ইরফানের স্ত্রী সুতপা শিকদার, বড় ছেলে বাবিল এবং ছোট ছেলে আয়ান রাতে কোনও এ๊কটি বন্দরে দাঁড়িয়ে রয়েছেন। ক্যামেরার পিছনে রয়েছেন ইরফান। প্রয়াত অভিনেতা তাঁদের দিকে ক্যামেরা তুলে ছবি তোলার জন্য পোজ দিতে বলেন। তাঁরা তিনজনই ক্যামেরার দিকে হাসি মুখে পোজ দেওয়ার কিছুক্ষণ পর বুঝতে পারেন ইরফান ছবি তুলছেন না। তিনি ভিডিও বানাচ্ছেন। যদিও ইরফানের এই মজা সুতপা আর বাবিল ধরে ফেললেও ছেলে আয়ান তখনও কিছু বুঝতে না পেরে বোকার মতো পোজ দিয়েই দাঁড়িয়ে রয়েছেন। বাবিল তাঁর ভাইয়ের মুখের ভঙ্গি দেখে হেসে লুটিয়ে পড়েন।
ভিডিয়োর ক্যাপশনে বাবিল আরও জানিয়েছেন,পরিবারের ছবি তোলার ভান করে এমন মজা করে হামেশাই করে থাকতেন ইরফান। ছবি তোলবার নাম করে স্ত্রী সুতপা ও দুই ছেলে বাবিল ও আয়ান খানের ভিডিয়ো শ্যুট করে ফেলতেন। প্রয়াত অভিনেতা ওই ছোট ভিডিয়ো ক্লিপটাকে পরিবারে সঙ্গে কাটান🧜ো প্রচণ্ড মজার বিষয় হিসেবে মনে করতেন। এই ভিডিয়ো পোস্ট করতেই ইরফানের ভক্তকূলের কমেন্টের বন্যা বয়ে যায়।সকলেই আবেগতাড়িত হয়ে পড়ে এই ভিডিয়ো দেখে।
দুবছর ধরে মারণ রোগ ক্যানসারের সঙꦇ্গে লড়াইয়ের পর, চলতি বছর এপ্রিল মাসের ২৯ তারিখ প্রয়াত হন ইরফান খান। দীর্ঘ সময় লন্ডনে চিকিত্সা চলেছে ইরফানের, তবুও শেষরক্ষা হল না। মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ইরফান। তাঁর শেষ ছবি আংরেজি মিডিয়াম বক্স অফিসে মুক্তি পায় চলতি বছরের গোড়ার দিকে। ক্যানসারের যন্ত্রণা সহ্য করেই এই ছবির কাজ করেছেন তিনি।
ইরফান পুত্র বাবিল আপতত লন্ডনে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছে। রুপোলি দুনিয়াত🀅েই কাজ করতে চায় সে, তবে তাঁর বেশꩵি আগ্রহ ক্যামেরার পিছনের কাজ নিয়ে।