কেন্দ্রীয় ও রাজ্য রাজনীতিতে অভিনেতা ও খেলোয়াড়দের অংশগ্রহণ নতুন নয়। ইদানীং আরও বেড়েছে। লোকসভা নির্বাচনে তারকা অভিনেতা ও অন্যান্য সেক্টরের তারকাদের অংশগ্রহণ বেশ বেড়েছে। রাজ্যেও নির্বাচনে তারকাদের অংশগ্রহণ বেশ চোখে পড়ার ম𓃲তো।
রবিবার ব্রিগেড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় চমক হিসেবে উঠে এসেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। হুগলি কেন্দ্র থেকেই এবারের লোকসভায় রচনার বিপরীতে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এসবের মধ্যে সোশ্যাল মিড🌊িয়ায় খবর চাউর হয়েছে, সিপিআইএমের প্রার্থী তালিকায় নাকি থাকছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নাম! এমনকী, রটে যায় হুগলি কেন্দ্রেই নাকি রচনা, লকেটের সঙ্গে লড়বেন তিনি।
আরও পড়ুন: ‘হুট করে তো আর ছ♉াদে উঠিয়ে..!’, সায়ন্তিকা প্রচারে আসবেন, দাবি বাঁকুড়ার অরূপের
আরও পড়ুন: মূল্যবান গো🦄পন ছবি🦹 ফাঁস হল মিমি চক্রবর্তীর, দেখলে চমকে উঠবেন
তবে কী সত্যিই ভোটের ময়দানে এবার দেখা যাবে শ্রীলেখাকে? এ বিষয় সংবাদ প্রতিদিন ডিজি🅰টালকে অভিনেত্রী সাফ জানিয়েছেন, এটা সম্পূর্ণ গুজব। ভোটে দাঁড়াচ্ছেন না তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমি বরাবরই প্রকাশ্যে রাজনীতি নিয়ে কথা বলি। তাই অনেকে মনে করেন, হয়তো আমার কোনও অভিসন্ধি রয়েছে। তাই হয়তো এরকম রটেছে’।
আরও পড়ুন: প্রশ্নের মুখে রাজনৈতিক জীবন! কোন জিনিসে শ൩ান🐼্তি খুঁজছেন নুসরত
আরও পড়ুন: দীপিকা-রণবীরের সন্তানকে আদর করে কে বেশি মাথায় তুলবে? হাড়ির খবর ফাঁস ক💙রলেন অনিশা
শ্রীলেখার সাফ মন্তব্য, ‘আমাꦇর কোনও রাজনৈতিক পরিচয়ই নেই। আর সিপিআইএম তো এরকম একটা দল নয় যে, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয় হওয়ার জন্য টিকিট দেবে’। এই সমস্ত গুজবে একেবারে✃ কান দিতে বারণ করেছেন অভিনেত্রী।
একনিষ্ঠ বাম সমর্থক হিসেবে পরিচিত ༺শ্রীলেখা। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে পলিটিক্যাল মিছিলে হেঁটেছেন শ্রীলেখা। ফেসবুক ওয়ালে ভরিয়ে দিয়েছেন রাজনৈতিক প্রচারে আবার কখনও এক হাত নিয়েছেন শাসকদলের নেতা-নেত্রীদের। টলিগঞ্জেক অন্যতম ঠোঁটকাটা ব্যক্তিত্ব হিসাবেই পরিচিত তিনি। রাজনীতি নিয়েও ভীষণ সচেতন বামমনস্ক এই নায়িকা। তাঁকে নিয়ে ছড়াচ্ছে নানান গুজব।