'হীরামান্ডি'র পর পরিচালক সঞ্জয় লীলা বানসালীর পরিচালনায় 'লাভ অ্যান্ড ওয়ার' আসতে চলেছে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশল, আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বনসালী জানিয়েছেন, ছবিটি ১৯৬৪ সালের ছবি ‘সঙ্গম’-এর রিমেক নয়, এটা একটা গুজব। দর্শকরা প্রেম ও যুদ্ধের ⛄গল্প শুনতে চান কিনা তা নিয়ে বনশালি টিজ করেছিলেন। বনসালী বলেছেন যে, ‘সেটার জন্য তো অপেক্ষা করতে হবে।’
'লাভ অ্যান্ড ওয়ার' কি সঙ্গমের রিমেক?
ইন্টারনেটে একাংশ এই ছবিকে রাজ কাপুরের ‘সঙ্গম’-এর রিমেক বলে দাবি করছেন, এমন প্রশ্নের জবাবে বনশালি বলেন, ‘মোটেই না। ‘সঙ্গম’ আমার খুব পছন্দের একটা ছবি, আমি বহু বার দেখেওছি। ’হাম দিল দে চুকে সনম' বরং কিছুটা ‘সঙ্গম;’-এর মতো। ‘সঙ্গম’ থেকে ঐশ্বর্য রাইকে বৈজয়ন্তীমালায় পরিণত করার চেষ্টা করেছি... এটা মোটেও 'সঙ্গম' নয়। রাজ কাপুরের প্রতি আমার অসীম শ্রদ্ধা রয়েছে। আপনি কখনই একজন মহান ব্যক্তিত্ব, একজন মহান পরিচালকের ক্লাসিক ছবির পুনর্নির্মাণ করতে পারবেন না। আপনি কীভাবে ‘মুঘল-ই-আজম’ বা ‘সঙ্গম’ কিংবা ‘পাকিজা’ পুনরায় তৈরি করবেন বলে ভাবতে পারেন? 'হীরামন্ডি' 'পাকিজা'-এর প্রতি শ্রদ্ধার্ঘ্য, এটি কমল আমরোহির প্রতি আমার ভালবাসা। কেন আমি ‘সঙ্গম’ রিমেক করতে 𒀰যাব?'
আরও পড়ুন: বাবা যখন মেয়ে! মঞ্চে তাঁকে দেখে সౠন্তানরা কি চমকে গিয়েছিল? কী বললেন ক্রুষ্ণা
'লাভ অ্যান্ড ওয়ার' নিয়🌟ে কথা বলতে গিয়ে বানসালী বলেন, ‘এটি এমন একটি ছবি যা নিয়ে আমি খুব উত্তেজিত। এটি একটি খুব বিশেষ ছবি হতে চলেছে। তবে এটা কোনও পিরিয়ডিক ছবি নয়। এখানে কোনও বড় বড় থাম নেই, জমকালো পোশাক নেই, ঘোড়া নেই। এটা সমসাময়িক, এবং আমার অন্যছবির থেকে একেবারে আলাদা। মিউজিকও একেবারে আলাদা রকমের। এই কাজটা করতে গিয়ে আমি নিজে খুব উপভোগ করছি। আমি অসাধারণ🔯 সব অভিনেতা পেয়েছি... এটা আমার জন্য একটি কঠিন একটা ছবি, তাই আমি একে যথাযথভাবে, যত্ন সহকারে তৈরি করতে কিছুটা সময় নিচ্ছি।’
আরও পড়ুন: ‘বহুরূপী’র গানে জমিয়ে ভাসান ডান্স কৌশান♔ীর! আহিরীটোলায় শশী পাঁজার সঙ্গে মাতলেন সিঁদুর খেলাতেও
প্রসঙ্গত, সঙ্গম ১৯৬৪ সালে মুক্তি পাওয়া রাজ কাপুর পরিচালিত একটি রোমান্টিক ছবඣি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ কাপু♒র, রাজেন্দ্র কুমার এবং বৈজয়ন্তীমালা। ইফতেখার, রাজ মেহরা, নানা পালসিকর, ললিতা পাওয়ার, অচলা সচদেব, হরি শিবদাসানি এই ছবিতে ছিলেন। গল্পটি 'সুন্দর' নামে একজন পাইলটের। যাকে যুদ্ধ থেকে ফেরার পর পাওয়া না গেলে সবাই মৃত বলে ধরে নেন। কিন্তু তারপর সে ফিরে আসে এবং পর্দার 'রাধা' বৈজয়ন্তীমালাকে বিয়ে করতে চায়, কারণ সে রাধাকে ভালবাসত। কিন্তু তখনই সে জানতে পারে 'রাধা' তার প্রিয়বন্ধু গোপালকে বিয়ে করার পরিকল্পনা করছেন।