NEW DELHI : গতকাল রাতে অ্যান্টিলিয়ার বাইরে যমজ সন্তান আদিয়া ও কৃষ্ণার সঙ্গে ছবি তোলেন ইশা আম্বানি। গণেশ চতুর্থ𓆉ী উপলক্ষে 'অ্যান্টিলা চা রাজা'কে স্বাগত জানাতে মুম্বইয়ের আম্বানির বাসভবনের বাইরে অপেক্ষা করার সময় পাপারাজ্জি ইশাকে ছবি তুলেছিলেন। তিনি এই অনুষ🔴্ঠানের জন্য একটি সাধারণ সবুজ কুর্তা সেট পরেছিলেন।
আম্বানি পরিবার প্রতি বছর বড় আকারে গণেশ চতুর্থী উদযাপন করে। এই বছর 'অ্যান্টিলা চা রাজা'কে ধুমধাম করে বরণ করে নিয়েছে পরিবার। আম্বানির বড় মেয়ে ইশা আম্বানির একটি ভিডিয়ো ভাইরাল হয়। অ্যান্টিলিয়ার বাইরে তার যমজ সন্তান আদিয়া এবং কৃষ্ণার সঙ্গে অপেক্ষা করছিলেন তিনি। সোশ্যাল মিডিয♒়ায় একাধিকবার শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। ইশার কোলে ছেলে, আর মেয়েকে কোলে নিয়েছে আয়া।
গণপতি বাপ্পাকে স্বাগত জানাতে ঈশা আম্বানির সাজ
ইশা আম্বানি বাপ্পাকে স্বাগত জানা💝নোর জন্য একটি সাধারণ সবুজ কুর্তা বেছে নিয়েছিলেন। সিল্ক স্যুটটিতে পূর্ণ দৈর্ঘ্যের হাতা, সোনার গোটা সূচিকর্ম এবং একটি শিথিল সিলুয়েট-সহ একটি হাঁটু দৈর্ঘ্যের এ-লাইন কুর্তা পরে আছেন। তিনি এটিকে ম্যাচিং সিল্ক টেপারড-ফিট প্যান্টের সঙ্গে জুড়েছিলেন, যেখানে গোড়ালির উপর কাট-আউট রয়েছে।
ইশা পোশাকের সঙ্গে একজোড়া ঝোলা কানের দুল বেছে নেন। সঙ্গে একটি ꦿসোনালি রঙের কোলাপুরি ফ্ল্যাট স্যান্ডেল পরেছিলেন। ফিনিশিং টাচ দেওয়ার জন্য তিনি চুল আলগা রেখেছিলেন।
কী পরেছিলেন আদিয়া ও কৃষ্ণ?
এদিকে মায়ের সঙ্গে বাপ্পার জনꦗ্য অপেক্ষা করার সময়, ম্যাচিং পোশাক পরেছিলেন ইশার যমজ সন্তান আদিয়া ও কৃষ্ণা। প্যাস্টেল নীল টপ এবং ফুলের নকশায় সজ্জিত প্যান্টে খুব মিষ্টি দেখতে লাগছিল তাঁদের।
ইশা আম্বানি আনন্দ পিরামলকে বিয়ে করেছেন। ২০১৮ সালের ১২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন এই জুটি। ২০২২ সালের ১৯ নভেম্বর আদিয়া ও কৃষ্ণকে স্বাগত জান꧑ান তাঁরা। আইভিএফের (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) মাধ্যমে যমজ সন্তানে𓂃র জন্ম দেন আম্বানি-কন্যা।