১৯৮৪ সালে একসাথে পথ চলা শুরু করেছিলেন জাভেদ আখতার এবং শাবানা আজমি। দীর্ঘ ৪০ বছর বিবাহিত জীবন অতিক্রম করেছেন তাঁরা। এত বছর কেটে যাওয়ার পর হঠাৎ করে কেন নিজেকে স্বামী বলতে নারাজ জাভেদ আখতারের? তাঁর মতে বিয়ের🍸 আসল সংজ্ঞা কী?
প্রবীণ লেখক তথা গীতিকার জাভেদ আখতার সম্প্রতি বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘এখন বিয়ে একটি সেকেলে ধারণায় পরিণত হয়ে গেছে। বিয়ে মানে একে অপরের ওপর বোঝা হয়ে থাকা নয়, বিয়ে মানে বন্ধ𝔍ুত্ব। স্বামী এবং স্ত্রী এই শব্দ দুটি সময়ের সঙ🌊্গে সঙ্গে অনেক বেশি অর্থ বহন করে, যার ফলে সম্পর্কটি বোঝা হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রে।’
(আরও পড়ুন: বিচ্ছেদের পর র🎃হমানের ২০০০ কোটির বিপুল সম্পত্তি অর্ধেক পাবেন সায়রা বানু? জানালেন 𝓡আইনজীবী)
(আরও পড়ুন: শীতের মধ্যেও ওয়ার্টার পার্কে মস্তি! জলকেলিতে মজ🐭ে 'অনুরাগের ছোঁয়া'র মিশকা-দীপা-ঊর্মি-সোনা, আর কে ছিলেন?)
সম্প্রতি স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমরা আদৌ স্বামী- স্ত্রী নই, বরং আমরা বন্ধু। আপনি যদি আপনার স্ত্রীর মধ্যে 🙈ভালো বন্ধু খুঁজে পান তবেই আপনার বিবাহিত জীবন সুখকর হবে। পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া থাকলে আর অন্য কিছু লাগে না। আপনাকে বুঝতে হবে আপনার সঙ্গে যে ব্যক্তি থাকে, তাঁর নিজস্ব কিছু স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। নিজের মতামত কখনও তাঁর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা✨ করবেন না।’
(আরও পড়ুন: ৭ বছরেই ওস্তাদের মতো গায়কী! অনীক গাইল কিশোরের 𝔍‘পগ ঘুঙরু’, কৌশিকির বিশেষ অনুরোধ)
(আরও পড়ুন: ‘প্রোপাগান্ডা নয়, এগুলো তো ঠাকুমার ঝুলি…’! কনীꦐনিকা ও সৃজিতের ছবিকে কটাক্ষ করে লিখলেন রুদ্রনীল)
গীতিকার বলেন, ‘আমি শুধু এইটুকুই বলতে পারব, জীবন কোনও রকেট সায়েন্স নয়। যে ব্যক্তি আপনার সঙ্গে বসবাস করছে সে আপনার দাস নয়, আপনার বন্ধু, সহযাত্রী। যে কোনও পরিস্থিতিতে যদি আপনি তার পাশে থাকতে পারেন🎃, তাহলে বিয়ে নামক কথাটি আর বোঝা হয়ে দাঁড়ায় না, খুব সরল হয়ে যায় এই কথাটির মানে।’