এই মুহূর্তে দেবারা পার্ট ১-এর প্রচারে তুমুল ব্যসꦕ্ত তিনি। পাশপাশি হৃত্বিক রোশনের বিপরীতে ওয়ার ২-তেও দেখা যাবে জুনিয়র এনটিআরকে। সম্প্রতি আলিয়া ভাট ও করণ জোহরের সঙ্গে একটা চ্যাট শোয়ে কথা বলার সময় পরিচালক অয়নের সঙ্গে নিজের মতপার্থক্য নিয়ে কথা বলেছেন জুনিয়র NTR।
আড্ডায় জুনিয়র এনটিআর বলেন, ‘খুব বেশি প্রস্তুতি আপনাকে কখনওই ন൩িজেকে এক্সপ্লোর (আবিষ্কার) করার সুযোগ দেয় না। দক্ষিণ ভারতের সিনেমার সেট বরাবরই বিশৃঙ্খলা থাকেই। ওখানে সবসময়ই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সকলেই পুরো এনার্জি নিয়ে কাজ করেন। যেমন ধরুন, হয়ত আগামিকাল চিত্রনাট্য প্রিন্টে যাবে তাহলে ওই টিম শেষ মুহূর্তেও অতিরিক্ত এক ঘন্টা সময় চাইবে, বলবে ওরা সম্পাদনায় কিছু পরিবর্তন আনতে চায়। ঘড়ির কাঁটা টিকটিক করছে এখনই হয়ত প্রিন্ট ডেলিভারি করতে হবে, এদিকে দেখবেন আপনি তখনও ফিল্মের কাজ করছেন। আবার ধরুন, আপনি আগামিকাল কোনও একটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং করবেন, তবে সবাই কিন্তু বেশ দিব্যি কুল আছে, কারোর কোনও হেলদোল নেই। সেই অর্থে কোনও প্রস্তুতিই নিচ্ছি না। তবে আমরা জানি কী করতে হবে। আমি মনে করি, আমাদের এই বিশৃঙ্খলাই সবকিছুকে সুন্দরভাবে সংগঠিত করে তোলে। এই বিষয়টিই কোথাও কোথাও আমাদের শিল্পী হিসাবে আরও সহজাত করে তোল𒆙ে।’
আরও পড়ুন-টিভি দুনিয়ার প🌃্রতিষ্ঠিত নাম, ছবিতে বামদিকে স্কার্ট পরা এই♌ কিশোরীকে চিনতে পারছেন?
'অয়ন জানত না...',
এদিন কথা বলার সময় ওয়ার ২র পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে নিয়েও মুখ খোলেন জুনিয়র NTR। তিনি বলেন, 'এদিকে অয়নের সঙ্গে যখন কাজ করি, উনি সু-শৃঙ্খলভাবে, পুরোপুরি প্রস্তুতি নিয়েই কাজ করতে অভ্যস্ত। আবার আমি স্পট ডেভেলপমেন্টে বিশ্বাস করি... আর তাই তিনি যখন সেখানে উপস্থিত, দেখছেন চিত্রনাট্য যা আছে, অভিনেতা তার বাইরে গিয়ে কিছু করছেন, সেগুলি তিনি গ্রহণ করতে পারবেন নাকি পারবেন না? হিন্দি ছবি করতে গিয়ে আমার এই অভিজ্ঞতাই হয়েছিল। কারণ আমি যখন ওয়ার-এর শুটিং করছিলাম, অয়ন (মুখার্জি) জ✱ানতেন না কী হতে চলেছে! কারণ তিনি যেটা চিত্রনাট্য়ে আছে, সেটাই আমার থেকে তা বের করে আনার চেষ্টা করছিলেন। উনি বললেন আপনি এটা কী করছেন? আমি বললাম, অয়ন, আমি খুব সহজাত। এটা থেকে কিছু না কিছু ঠিক বের হয়ে আসবে। অয়ন বলেন, কিছু না কিছু বেরিয়ে আসবে মানে! কীভাবে?' আসলে অয়ন সবকিছু প্রস্তুতি নিয়ে করতে পছন্দ করেন আর আমি এর সম্পূর্ণ বিপরীত। সেদিন আদিও (আদিত্য চোপড়া) সেখানে ছিল এবং উনি বললেন, ঠিক আছে, আমি এর মধ্যেই একটা শট পেয়ে গিয়েছি।'
প্রসঙ্গত অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ওয়ার ২' মুক্তি পাবে ২০২৫ 𝔉এর স্বাধীনতা দিবসে। ছবিতে হৃত্বিক রোশন, জুনিয়র NTR ছাড়াও রয়েছেন কিয়ারা আডবানি।এই ছবিটি ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ওয়ার-এর সিক্যুয়েল। ওয়ার-এ যেখানে হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বানী কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সেটির পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। ছবিটি ২০১৯ এ মুক্তির সাত দিনের মধ্য꧂ে ২০০ কোটি টাকা আয় করেছিল।