গত শুক্রবার কলকাতায় পা রেখেছেন কাজল। সঙ্গে আছেন বলিউডের অতি চেনা মুখ রণিত রায়। তাঁরা পশ্চিমবঙ্গে তাঁদের আগামী ছবি মায়ের শ্যুটিং𝔉 করতে এসেছেন। রবিবার সেই ছবির শ্যুটিংয়ে💝র BTS দৃশ্য প্রকাশ্যে এল।
কাজলের ছবির শ্যুটিংয়ের BTS দৃশ্য
বর্ধমানের একটি রাজবাড়িতে চলছে কাজলের আগামী ছবির শ্যুটিং। সেখান থেকেই এই ছবির শ্যুটিংয়ের BTS দৃশ্♔য প্রকাশ্যে এল। আর সেখানেই দেখা গেল একটি নীল চুড়িদার পরে দরজা খুলে ছাদে বেরিয়ে এলেন কাজল। কিছু একটা দেখে বেজায় ভয় পেয়েছেন তিনি। সেই দৃশ্য দেখে আবার ফিরে যাচ্ছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হয়েছে রীতিমত।
আরও পড়ুন: 'অরিজিৎ শেষ...' হঠাৎ কেন এমন বললেন শান?
আরও পড়ুন: মুম্বইয়ে মু🔯খোܫমুখি অনিল কাপুর-এস শঙ্কর, 'নায়ক ২' আসছে নাকি?
মা ছবির শ্যুটিং
বর্ধমানের একাধিক জায়গায় মা ছবির শ্যুটিং চলছে। বোলপুরে রয়𓂃েছেন তাঁরা। ইতিমধ্যেই আউশগ্রামের জঙ্গলে শ্যুটিং সেরেছেন তাঁরা শনিবার। এরপর তাঁরা কালিকাপুর, আদুরিয়ার জঙ্গলেও শ্যুটিং করবেন। এছাড়া বর্ধমানের এই রাজবাড়ি তো আছেই। এটি একটি ভৌতিক ছবি।
বর্ধমানের যে রাজবাড়িতে শ্যুটিং চলছে সেটি ৪০০ বছরের পুরনো। বর্ধমানের রাজার দেওয়ান পরমানন্দ রায়ের বাড়ি এটি। একসময় সেই পরমানন্দ র🌜ায়ের হাতেই আসে কাঁকসার একাংশের জমিদারিত্ব। আর তখনই জঙ্গল কেটে তৈরি হয়েছিল এই বিশাল বাড়ি। সাতমহলা এই বাড়ি ৪০০ বছরের পুরনো। কালিকাপুর রাজবাড়ি হিসাবেই পরিচিত এটি।
মা ছবি প্রসঙ্গে
মা ছবিটির পরিচালনা কর💃ছেন বিশাল ফুরিয়া। ছবিটির প্রযোজনা করছ🥂েন অজয় দেবগন। অভিনেতা নিজে এসে এর আগে বিভিন্ন জায়গায় রেইকি করে গিয়েছেন। মা ছবির শ্যুটিংয়ের জন্য জানুয়ারি মাসে আসার কথা ছিল কাজলের। কিন্তু তখন অন্য কাজে তিনি ব্যস্ত থাকায় মার্চে রিশিডিউল করা হয় এটি।
এখানে কাজলকে একজন মায়ের ভূমিকায় দেখা যাবে। রবিবার আউশগ্রামের মন্দিরে পুজো দেওয়ার দৃশ্যের শ্যুটিং করতে দেখা যায় কাজলকে। শ্যুটিংয়ে দুই শিশুকে খেলাধুলো করতেও দেখা গিয়েছে। স্থানীয় এলাকায় স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে শ্যুটিং করতে দেখা যায়। তবে এই ছবি নিয়ে বিস্তারিত কোনও তথ্যই শেয়ার করতে নারাজ নির্মাতারা। এদিন কাজলের শ্যুটিং ঘিরে আউশগ্রাম সহ জঙ্গল এলাকায় ছিল কড়া পুলিশি নিরাꦰপত্তা।
আরও পড়ুন: নির্বাচনের কোপ ঋতুপর্ণা-প্রসেনজিতের ৫০ ꦓতম ছবিতে! প꧑য়লা বৈশাখের বদলে কবে মুক্তি পেতে পারে ‘অযোগ্য’?
রণিত রায়ের পুজো
রণিত রায় শ্যুটিং শুরু করার আগে কঙ্কালীতলায় গিয়ে পুজো দিয়ে এসেছেন। কলকাতা থেকে গাড়িতে বোলপুর যাওয়ার💎 পর থেমেছিলেন শক্তিগড়ে। সেই ছবিও তিনি 🍸সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।