মুম্বইয়ের নর্থ বম্বের সার্বজনীন দুর্গাপুজো এখন মুখার্জি বাড়ির পুজোতে পরিণত হয়েছে। যে পুজোর আকর্ষণের কেন্দ্রে থাকেন বাড়ির দুই কন্যে কাজল ও রানি। পুজোর জোগাড় থেকে ভোগ পরিবেশন, সব কাজে হাত লাগান দুই নায়িকা। হাজার হাজার মানুষ ভিড় জমান এই পুজো মণ্ডপে। আরও পড়ুন-ষষ💎্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে 🧸মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল?
অষ্টমীর সকালেও সেজেগুজে পুজো মণ্ডপে হাজির হয়েছিলেন কাজল। তবে সপ্তমীর মতো অষ্টমীর দিনও মেজাজ হারাতে দেখা গেল অজয় ঘরণীকে। পান থেকে চুন খসলেই রেগে যান কাজল, এদিন তার ন🍸িশানায় পাপꦚারাৎজিরা। রাগের সঙ্গত কারণও ছিল কাজের কাছে। নায়িকা এমন চেঁচামেচি শুরু করেন যে ভয়ে রীতিমতো সিঁটিয়ে যান আলিয়া-সহ মণ্ডপে উপস্থিত বাকি তারকারাও।
পুজোর আয়োজনে যেমন কাজলরা কোনও খামতি রাখেন না, সেই পুজো নিষ্ঠাভরে হচ্ছে, তা দেখভালের দায়িত্বও তাঁর কাঁধে। এদিন ‘জিগরা’ নায়িকা আলিয়া ভাট পৌঁছেছিলেন মা দুর্গার অর্শীবাদ নিতে। হঠাৎ করেই রাগে অগ্নিশর্মা কাজল। রীতিমতো আঙুল দিয়ে চুটকি বাজিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কাজল। ঢাকের আওয়াজ, মণ্ডপের শোরগোলকে ছাপিয়ে যায় তাঁর কণ্ঠস্বর। ছবি শিকারিদের শাসানি দি𝓰য়ে কাজল বলেন, ‘সরুন সরুন… জুতো পরে এখানে নয়। (মাইক ছিনিয়ে) যারা যারা জুতো পরে আছেন সবাই পিছু হঠুন। দয়া করে পুজোর প্রতি একটু শ্রদ্ধাশীল হন’।
কাজলের চোখেমুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট।෴ পুজো মণ্ডপে জুতো পরে প্রবেশ করার চোটেই রেগে যান কাজল, তার এই রাগের যথাযথ কারণ রয়েছে বলেই মনে করেছেন নেটিজেনরা।
একজন লেখেন, ‘কাজল একদম ঠিক কথা বলেছেন। জুতো পরে মায়ের সামনে প্রবেশ অপরাধ’। অনেকেই পাপারাৎজিদের বিষয়টির প্রতি খেয়াল করার কথা বলেন। এদিন গোলাপি ও বেগুনি রঙা শিফন শাড়িতে দেখা মিলল কাজলের। সঙ্গে স্লিভলেস ব্লাউজে দ্যুতি ছড়ালেন নায়িকা। এদিন কাজলের সঙ্গে দেখা ম🍌িলল অজয় দেবগণ এবং তাঁদের পুত্র যুগেরও।
পায়ে চোট পেয়েছেন অজয়। সেই চোট নিয়েই মা দুর্গার অর্শীবাদ নিতে পৌঁছেছিলেন সিংঘম নায়ক। পুজোর ফাঁকে মায়ের ফটোগ্রাফারের ভূমিকায় পাওয়া গেল যুগকে। জমিয়ে ফটো তুলল মা-ছেলে। বাবা-ছেলে রীতিমতো টুইনিং করল ঘন নীল রঙা কুর্তায়।&nℱb🔯sp;
এর আগে সপ্তমীর দিনও পুজো মণ্ডপে বারবার কাজলকে মেজাজ হারাতে দেখা গিয়েছিল। কখনও ভোগ পরিবেশনের♋ সময় তাঁর ভিডিয়ো তোলায় দর্শনার🐲্থীর উপর রাগলেন তিনি, আবার কখন পাপারাৎজিদের উপরই চেঁচামেচি জুড়লেন অযথা ভিড় বাড়িয়ে আগত দর্শনার্থীদের মায়ের সামনে সুষ্ঠভাবে প্রার্থনা না করতে দেওয়ার জেরে।
মুখার্জি পরিবারের দুর্গাপুজো সম্পর্কে
দুর্গাপূজা উপলক্ষে এতদিন জুহুর স্বনামধন্য ‘টিউলিপ স্টার হোটেল’-এ আয়োজন করা হত নর্থ বম্বে সার্বজনীনের পুজোর। এবার মুখার্জি পরিবারের পুজোর ভেনু বদলেছে। জুহুর ‘এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটি’র সামনে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। উৎসবে কাজলের মা তনুজা এবং ছো𝓡ট বোন তানিশা মুখোপাধ্যায়কেও প্রতি বছর দেখা যায়। হাজির হন রানি মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়রাও। দুর্গাপুজো মণ্ডপে পৌঁছান বলিউডের অনান্য বাঙালি সেলেবরাও। থাকেন জয়া বচ্চন, সুমনা চক্রবর্তীরাও।