‘ওকে ব্ল্যাকমেল করে, ঠকিয়ে…’! কাঞ্চন-প্রাক্তনকে নিয়ে সরব শ্রীময়ী, ‘ভুরি ভুরি মিথ্যে বলে চলে গেছেন’, পিঙ্কিই নিশানায়?
Updated: 13 Feb 2025, 07:15 PM ISTনাম না নিলেও, বরের প্রাক্তনদের নিয়ে ফের সরব শ্রীময়ী চট্টোরাজ। ভালোবাসায় আগলে নিয়েছেন কাঞ্চন মল্লিককে। তাই স্বামীর মনে যারা আঘাত হেনেছে, তাঁদেরও এত সহজে ভুলতে পারেন না! নাম না করে কি পিঙ্কিকেই ঠুঁকলেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাঞ্জনের খারাপ দিক জানতে চাওয়া হয় শ্রীময়ী চট্টোরাজের কাছে। আর তাতেই যেন বোমা ফাটালেন অভিনেত্রী। একেবারে চাঁচাছোলা ভাষাতেই টলি ফ্যাক্সজকে দেওয়া সেই সাক্ষাৎকারে বলেন, ‘কাঞ্চন ভীষণ মুখচোরা। অন্যায় দ🦩েখলে প্রতিবাদ করে না। কাঞ্চনের সামনে ভুরি ভুরি মিথ্যে বলে চলে গেছেন অনেক প্রাক্তনরা। আমি দেখেছি। আমাকে এসে কাঞ্চন বলেছে, ‘জানিস এসে মিথ্যে বলল!’ আরে তোমায় মিথ্যে বলল তুমি জানো যখন প্রতিবাদ করো! না সেটা করবে না।’
পরবর্তী ফটো গ্যালারি