কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা ভ꧂ারতীয়দের চেহারা এবং তাঁদের লুক নিয꧂়ে সম্প্রতি একটি বাঁকা মন্তব্য করে বসেন। আর তাঁর সেই মন্তব্য থেকেই উসকে যায় বিতর্ক। এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কী বলেছেন স্যাম পিত্রোদা?
দ্য স্টেটম্যানকে দেওয়া𝓡 একটি সাক্ষাৎকারের স্যাম পিত্রোদা ভারতীয়দের চেহারা নিয়ে বলেন, 'আমরা বিশ্বে গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ। বিভিন্ন চেহারার মানুষ ভারতে মিলেমিশে বসবাস করে। আমরা ৭০-৭৫ বছর ধরে দেশে আছি। আনন্দ সহকারে এখানে একসঙ্গে𝔉 বসবাস করি আমরা। কয়েকটি লড়াই বাদ দিয়ে লোকেরা একসঙ্গে থাকতে পারে। আমরা দেশকে একত্রে ধরে রাখতে পেরেছি। ভারতের মতো বৈচিত্র্যময় দেশ - যেখানে পূর্বাঞ্চলের লোকেদের চিনাদের মতো, পশ্চিমের লোকেদের আরবিদের মতো, উত্তরের লোকেদের শ্বেতাঙ্গদের মতো এবং দক্ষিণের লোকেদের আফ্রিকানদের মতো দেখতে। এটা কোনও ব্যাপার নয়। আমরা সবাই ভাই-বোন।' এবার তাঁর এই মন্তব্যের পর তাঁকে রীতিমত তুলোধোনা করলেন কঙ্গনা।
কঙ্গনা কী বলেছেন?
এদিন কঙ্গনা রানাওয়াত তথা এবারের লোকসভা নি🍨র্বাচনে বিজেপির মান্ডির প্রার্থী কংগ্রেস নেতা স্যাম পিত্রোদাকে তুলোধোনা করে বলেন, 'কংগ্রেস কাকু স্যাম বলেছেন দক্ষিণ ভারতীয়দের আফ্রিকান, পূর্ব ভারতীয়দের চিনা, গুজরাটের লোকজনদের আরবিদের মতো দেখতে। এটা শুনে আমি ভাবছি উনি ভারতের কোন অংশের মানুষ কারণ ওঁকে তো মানুষ কম পাখির মতো দেখতে লাগে বেশি।'
আরও পড়ুন: আমার ভিতর ও বাহিরে রবীন্দ্র স🃏ঙ্গীত! পঁচিশে বৈশাখে পোস্ট করে ট্রোল্ড নুসরত
আরও পড়ুন: কবিতার🦩 উতꦦ্তর কবিতাতেই! রবি ঠাকুর আর গুলজারকে মেলালেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ
এরপর তিনি আরও কটাক্ষ শানিয়ে বলেন, 'শ্যাম কথার অর্থ কালো, রাম কালো ছিলেন। অর্জুন কালো ছিলেন। দ্রৌপদী সবার থেকে কালো ছিলেন। কিন্তু সবথেকে সুন্দরীও ছিলেন। আমাদের দেশের কৃষ্ণাঙ্গ মানুষরা উল্লিখিত চরিত্রদের মতো, আফ্রিকানদের মতো না। অর্জুন যখন মনিপুর রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করে তখন স💯ে রাজার মেয়েকে বিয়ে করে, কোনও চিনা মেয়েকে না। তোমাদের রাজ বাবু (রাহুল গান্ধী) ইটালিয়ান মানে ভারতের সবার জিন মিক্সড সেটা নয়।'