এবার প্রথম রাজনীতির ম𒁃য়দানে নেমেছিলেন কঙ্গনা রানাওয়▨াত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার তাঁর উপর আস্থা রেখেছিলেন আর তিনি সেটা পূরণ করলেন। হিমাচল তাঁর নিজের মেয়েকে বিপুল ভোটে জয়ী করতে চলেছে। বর্তমানে ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী কঙ্গনা রানাওয়াত ৭৩ হাজার ৭০৩ ভোটে এগিয়ে আছেন। জয় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন বলিউড কুইন।
আরও পড়ুন: 'গত ২ ঘণ্টা ধরꦯে কী চলছে?' আপডেট আসতে দেরি, ইলেকশন কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুলল কংগ্রেস
আরও পড়ুন: 'এবার অন্য কাউকে ব্যাগ গুছিয়ে পালাতে হবে💟', বিপুল ভোটে এগিয়ে যেতেই বিক্রমাদিত্যকে আক্রমণ শানালেন কঙ্গনা
কী লিখলেন কঙ্গনা রানাওয়াত?
কঙ্গনা রানাওয়াত এদিন একটু ছবির কোলাজ পোস্ট করেন। সেখানে প্রধানম💝ন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ তাঁর প্রচারের একাধিক মুহূর্তের ছবিও দেখা যাচ্ছে। এই ছবিটির সঙ্ౠগে একটি লম্বা পোস্ট করেছেন তিনি।
কঙ্গনা এদিন তাঁর এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'সমস্ত মান্ডিবাসী আমাদের যে এই সমর্থন করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং বিশ্বাস করেছেন তﷺার জন্য কৃতজ্ঞ। এই জয় আপনাদের সবার। এই জয় প্রধানমন্ত্রী মোদীজির। বিজেপির উপর বিশ্বাসের। এই জয় সনাতন ধর্মের জয়। এই জয় মান্ডির প্রাপ্য সম্মান।'
ভোটে এগিয়ে যেতেই কী বলেছিলেন কঙ্গনা?
কিছুদিন আগেই কঙ্গনা রানাওয়াতের উদ্দেশ্যে বলা হয়েছিল তিনি ꧋নাকি নির্বাচনের পরই তল্পিতল্পা গ♈ুছিয়ে মুম্বই চলে যাবেন। সেই কটাক্ষের উত্তর এবার দিলেন মান্ডিরর বিজেপি প্রার্থী। এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, 'একজন মহিলাকে নিয়ে উল্টোপাল্টা বলার পরিণাম ওদের ভোগ করতেই হবে। আর সেটার প্রথম ঝলক এদিন আমি এগিয়ে থেকে বুঝিয়ে দিলাম। মান্ডি তার মেয়েদের অপমান মেনে নেবে না।'
আরও পড়ুন: 'এܫবার অন্য কাউকে ব্যাগ গুছিয়ꦿে পালাতে হবে', বিপুল ভোটে এগিয়ে যেতেই বিক্রমাদিত্যকে আক্রমণ শানালেন কঙ্গনা
তিনি এদিন আরও বলেন, ' আর আমার মুম্বই ফিরে যাওয়া নিয়ে🔜 যাঁরা কথা বলছেন তাঁদের জানাই হিমাচল প্রদেশ আমার জন্মভূমি। আর আমি এখানকার মানুষদের হয়ে কাজ করতেই থাকব। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ সেটায় ওঁর সৈনিক হিসেবে কাজ করে যাব। তাই আমি কোথাও যাচ্ছি না। কিন্তু অন্য কাউকে এবার ব্যাগ পত্তর গুছিয়ে পালাতে হবে এখান থেকে।'