চলছে নবরাত্রি। উদয় তিথি অনুসারে অষ্টমী পুজো পড়েছে ১৬ এপ্রিল। আবার ১৬ এপ্রিল দুপুর থেকে ১৭ এপ্রিল ব🦂িকেল পর্যন্ত পড়েছে চৈত্র নবরাত্রির নবমী। মূলত ১৭ এপ্রিলই মহানবমী পালিত হচ্ছে। এই দিন সিদ্ধিদাত্রীর দেবীম൲ায়ের নবম রূপ পূজিত হবে। আবার ওইদিন রামনবমীও বলা হয়। এদিকে পবিত্র তিথিতেই আশীর্বাদ নিতে সোজা জম্মুর বৈষ্ণো দেবী মন্দিরে পৌঁছে গিয়েছেন কমেডির দুনিয়ার সুপারস্টার কপিল শর্মা।
তবে কপিল একা যাননি, সপরিবারে সেখানে গিয়েছে♒ন। তাঁর সঙ্গে গিয়েছেন স্ত্রী গিন্নি চতার্থ, মেয়ে অন্যারা আর ছেলে তৃষাণ। ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে পায়ে হেঁটে বৈষ্ণো দেবী মন্দিরে ঢুকতে দেখা যায় কপিলকে। সেসময় তাঁর পাশে হাঁটছিলেন স্ত্রী গিন্নি ও মেয়ে অন্যারা। সেসময় পাশের সকলকে জয় মাতা দি স্লোগান দিতে দেখা যায়।
আরও একটওি ভিডিয়োতে কপিলকে বৈষ্ণো দেবী মন্দিরে বসে মাইক্রোফোনের সামনে 'তুনে মুঝে বুলায়া শেরাওয়ালিয়ে🍷' ভজন গাইতেও শোনা যায়। প্রসঙ্গত, এর মূল গানটি গেয়েছেন নরেন্দ্র চঞ্চল। কপিলকে এদিন প্রিন্টেড কুর্তা-পাজামায় দেখা যায়। কপিল যখন গান গাইছিলেন, তখন শ্রোতাদের আসনে বসেছিলেন তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা।
কপিল এবং গিন্নিকে প্রায়শই দেবী বৈষ্ণো দেবীর প্রতি তাঁদের ভক্তি প্রকাশ করতে দেখা যায়। ২০২৪ সালের মার্চ মাসে, তাঁরা নিজেদের বাড়িতেও একটি জাগরণ👍 (ধর্মীয় সমাবেশ) আয়োজন করেছিলেন।
কপিল শর্মার নতুন শো
এদিকে কাজের ক্ষেত্রে কপিল তাঁর নতুন শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নিয়ে ফিরেছেন। তাঁর সেই শোয়ের প্রথম পর্বে রণবীর কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুরকে দেখা গিয়েছে। এসেছিলেন দিল🧸জিৎ দোসাঞ্জ, ইমতিয়াজ আলি, রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার-এর মতো সেলিব্রিটি। সিরিজটি কপিল এবং সুনীল গ্রোভারের পুনর্মিলনকে হিসাবে তুলে ধরা হচ্ছে। কমিক টক শোটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। এতে রাজীব ঠাকুর, কিকু শারদা, অর্চনা পুরান সিং এবং কৃষ্ণা অভিষেকও রয়েছেন।
কপিল দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ৩ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। 'কিস কিসকো পেয়ার করুঁ' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। অভিনেতা পরে ফি🅰রাঙ্গি এবং জুইগাটোতে অভিনয় করেছিলেন। সম্প্রতি কৃতি শ্যানন, করিনা কাপুর ও দিলজিৎ দোস🏅াঞ্জ অভিনীত 'ক্রু' ছবিতেও টাবুর বিপরীতে দেখা গিয়েছে কপিলকে।